‘শাস্ত্রীয় খোঁচা’ উপেক্ষা করে কীভাবে Ranji Trophy আয়োজন করবে BCCI? জানালেন Jay Shah

রঞ্জি আয়োজন নিয়ে উদ্যোগী বিসিসিআই।

Updated By: Jan 28, 2022, 04:00 PM IST
‘শাস্ত্রীয় খোঁচা’ উপেক্ষা করে কীভাবে Ranji Trophy আয়োজন করবে BCCI? জানালেন Jay Shah
রঞ্জি আয়োজন নিয়ে উদ্যোগী জয় শাহ। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর থেকে সুযোগ পেলেই বিসিসিআই-এর (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) খোঁচা দিচ্ছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। এ বার রঞ্জি ট্রফি নিয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটু খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। তবে এতে লাভ হল না। কারণ কোভিড (Covid 19) আতঙ্কের মধ্যেও চলতি বছর দুই দফায় রঞ্জি ট্রফি (Ranji Trophy) আয়োজন করা হবে। জানিয়ে দিলেন সচিব জয় শাহ (Jay Shah)।

রঞ্জি ট্রফি আয়োজন করা হবে দুই ভাগে। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন। এরপর শুক্রবার এমনটাই জানিয়ে দিলেন সচিব জয় শাহ। প্রথম ভাগে লিগ পর্বের খেলা হবে। দ্বিতীয় ভাগে হবে নকআউট।

জয় শাহ বলেন, “দুই ভাগে রঞ্জি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রথম ভাগে লিগের খেলা হবে। জুন মাসে হবে নকআউট পর্বের খেলা। এই অতিমারি পরিস্থিতিতে ক্রিকেটারদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হবে। সেই সঙ্গে লাল বলের ক্রিকেটে দারুণ একটি প্রতিযোগিতা যাতে হয় সেই দিকটাও দেখা হবে।”

আরও পড়ুন: Virat Kohli: প্রিয় কোহলিকে কি পরামর্শ দিলেন Ravi Shastri? জানতে পড়ুন

আরও পড়ুন: IPL 2022: মেগা নিলামের আগে চেন্নাইতে হাজির ‘থালা’ Mahendra Singh Dhoni

জয় শাহ আরও যোগ করেছেন, “রঞ্জি আমাদের সব চেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। ভারতীয় দলের জন্য ক্রিকেটার বেছে নিতে এই প্রতিযোগিতা প্রচণ্ড গুরুত্বপূর্ণ।“

অবশ্য বিসিসিআই রঞ্জি ট্রফি আয়োজন নিয়ে উঠেপড়ে লাগলেও, শাস্ত্রীও কিন্তু খোঁচা দিতে ছাড়ছেন না। তিনি টুইটারে লিখেছিলেন, ‘রঞ্জি ট্রফি হল ভারতীয় ক্রিকেটের শিরদাঁড়া। যে মুহূর্তে আমরা রঞ্জি ট্রফিকে ভুলে যাব সেই সময় আমাদের শিরদাঁড়াও ভেঙে যাবে।‘

তবে শাস্ত্রীর এই টুইটকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না বিসিসিআই। কর্তাদের দাবি, প্রাক্তন কোচ এখন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন।

কিন্তু কবে থেকে শুরু হবে রঞ্জি? সেই বিষয়ে এখনও সরকারি ঘোষণা করেনি সৌরভের বিসিসিআই।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.