Suresh Raina: 'তিন-চার বছর নন-স্টপ রান করেছে!' এই ক্রিকেটার সুযোগ না পাওয়ায় হতবাক রায়না

"অবশ্যই শিখর হতাশ হয়েছে। প্রতিটি অধিনায়ক ওর মতো একজন প্লেয়ারকে দলে চাইবে। ও মজা করতে ভালবাসে। দলের পরিবেশ আলোকিত করে দেয়। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক ক্রিকেট! শিখর সবসময় রান করেছে।"

Updated By: May 23, 2022, 04:57 PM IST
Suresh Raina: 'তিন-চার বছর নন-স্টপ রান করেছে!' এই ক্রিকেটার সুযোগ না পাওয়ায় হতবাক রায়না
ধাওয়ান সুযোগ না পাওয়ায় হতাশ রায়না

নিজস্ব প্রতিবেদন: আগামী জুনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। এরপরেই জোড়া টি-২০ ম্য়াচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। গত রবিবার টি-২০ দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)। দল নির্বাচনের আগে মনে করা হচ্ছিল যে, রোহিত শর্মার অনুপস্থিতিতে শিখর ধাওয়ান (Shikhar Dhawan) হতে পারেন টি-২০ দলের অধিনায়ক। কিন্তু ক্যাপ্টেন হওয়া তো দূরের কথা, ধাওয়ানকে দলেই নেওয়া হয়নি। ধাওয়ান সুযোগ না পাওয়ায় হতাশ ভারতের প্রাক্তন মহারথী সুরেশ রায়না (Suresh Raina)। রায়না সাফ বলছেন যে, ধাওয়ানের সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার।

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে 'মিস্টার আইপিএল' বলেন, "অবশ্যই শিখর হতাশ হয়েছে। প্রতিটি অধিনায়ক ওর মতো একজন প্লেয়ারকে দলে চাইবে। ও মজা করতে ভালবাসে। দলের পরিবেশ আলোকিত করে দেয়। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক ক্রিকেট! শিখর সবসময় রান করেছে। দীনেশ কার্তিককে দলে নেওয়া গেল। শিখরকে নেওয়া গেল না? ও যোগ্য দাবিদার ছিল দলে থাকার।তিন-চার বছর নন-স্টপ রান করেছে। শিখর মনে মনে দুঃখ পেয়েছে নিশ্চয়ই।" চলতি আইপিএলে ধাওয়ান ১৪ ম্যাচে ৪৬০ রান করেছেন ৩৮.৩৩-এর গড়ে। তাঁর টিম পঞ্জাব কিংস শেষ করেছে ছয় নম্বরে।

ভারতের টি-২০ দল: অধিনায়ক কেএল রাহুল (KL Rahul, Capt), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), ঈশান কিশান (Ishan Kishan), দীপক হুডা (Deepak Hooda), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant,VC), দীনেশ কার্তিক (Dinesh Karthik), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), যুজবেন্দ্র চাহাল (Y Chahal), কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেল (Axar Patel), রবি বিষ্ণোই (R Bishnoi), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), হর্ষল প্যাটেল (Harshal Patel), আবেশ খান (Avesh Khan), অর্শদীপ সিং (Arshdeep Singh), ও উমরান মালিক (Umran Malik)

আরও পড়ুনKusal Mendis, BNG vs SL : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি Sri Lanka-র এই ব্যাটার

আরও পড়ুনWriddhiman Saha: ঋদ্ধিকে বাদ দিয়েই টেস্ট দল ভারতের! ইডেনে নামার আগে কী বলছেন 'পাপালি'?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App
 

.