পাক অধিনায়ক বাবর আজমকে 'গরু' বললেন শোয়েব আখতার!

আর এই হারের বিশ্লেষণ করতে গিয়ে প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার অধিনায়ক বাবর আজমকে দায়ী করছেন।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 31, 2020, 08:53 PM IST
পাক অধিনায়ক বাবর আজমকে 'গরু' বললেন শোয়েব আখতার!
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। দ্বিতীয় ম্যাচে বড় রান তুলেও হারতে হয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে। আর এই হারের বিশ্লেষণ করতে গিয়ে প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার অধিনায়ক বাবর আজমকে দায়ী করছেন। ম্যাচে তাঁকে দেখে লক্ষ্যভ্রষ্ট গরুর মতো মনে হয়েছে শোয়েবের।

প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারের ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে। টি-টোয়েন্টি ক্রিকেটে লড়াইয়ের জন্য যথেষ্ট রান ছিল পাকিস্তানের হাতে। কিন্তু ডেভিড মালান আর ইয়ন মরগ্যানের দুরন্ত ইনিংসে ভর করে ম্যাচে জিতে নেয় ইংল্যান্ড। রবিবারের ম্যাচের বিশ্লেষণে অধিনায়ক বাবর আজমের দিকে আঙুল তুলেছেন শোয়েব আখতার। তিনি বলেছেন,"বাবর আজমকে দেখে লক্ষ্যভ্রষ্ট গরুর মতো মনে হয়েছে আমার কাছে। মাঠে ছিল কিন্তু কী করতে হবে সে ব্যাপারে কোনও ধারনা ছিল না! ওর জন্য নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি, কারণ ভবিষ্যতে আরও ভালো অধিনায়ক হতে ওকে সাহায্য করবে।" মঙ্গলবার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান সমতা ফেরাতে পারবে কিনা সেটাই এখন দেখার।

 

আরও পড়ুন - বেপরোয়া! কোভিড নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দুবাইয়ে বিতর্কে ক্রিস গেইল

.