অলিম্পিয়ানদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা হরিয়াণা সরকারের
অলিম্পিকে হরিয়াণার অ্যাথলিট সোনা জিতলে তাঁকে আড়াই কোটি টাকা পুরস্কার দেবে হরিয়াণা সরকার। এমনটাই ঘোষণা করেছেন হরিয়াণার মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা। রুপো এবং ব্রোঞ্জ জয়ী অ্যাথলিটদের যথাক্রমে দেড় এবং এক কোটি টাকা পুরস্কার দেবে হুডা সরকার।
Updated By: Jul 26, 2012, 11:15 PM IST
অলিম্পিকে হরিয়াণার অ্যাথলিট সোনা জিতলে তাঁকে আড়াই কোটি টাকা পুরস্কার দেবে হরিয়াণা সরকার। এমনটাই ঘোষণা করেছেন হরিয়াণার মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা। রুপো এবং ব্রোঞ্জ জয়ী অ্যাথলিটদের যথাক্রমে দেড় এবং এক কোটি টাকা পুরস্কার দেবে হুডা সরকার।
এরই পাশাপাশি অলিম্পিকের ছাড়পত্র পাওয়ায় হরিয়াণার প্রত্যেক অ্যাথলিটকে ১১ লক্ষ্য টাকা দেবে হরিয়াণা সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অলিম্পিকে ভারতের একাশিজন ক্রীড়াবিদের মধ্যে হরিয়াণার ১৬ জন রয়েছেন। তার মধ্যে অন্যতম হলেন সুশীল কুমার, বিজেন্দ্র সিং এবং গগন নারং।