অলিম্পিকে সপ্তম বাছাই ভূপতি-বোপান্না জুটি

সপ্তম বাছাই হিসাবে অলিম্পিকে খেলবে ভারতের মহেশ ভূপতি-রোহন বোপন্না জুটি। অলিম্পিকে সার্বিয়ার নোভাক জোকোভিচ-ভিক্টর ট্রইকি জুটির থেকে এক ধাপ উপরে রাখা হয়েছে মহেশদের। ভারতের ভূপতি-বোপান্ন জুটিই একমাত্র অলিম্পিকে বাছাই পেয়েছেন।

Updated By: Jul 26, 2012, 11:08 PM IST

সপ্তম বাছাই হিসাবে অলিম্পিকে খেলবে ভারতের মহেশ ভূপতি-রোহন বোপন্না জুটি। অলিম্পিকে সার্বিয়ার নোভাক জোকোভিচ-ভিক্টর ট্রইকি জুটির থেকে এক ধাপ উপরে রাখা হয়েছে মহেশদের। ভারতের ভূপতি-বোপান্ন জুটিই একমাত্র অলিম্পিকে বাছাই পেয়েছেন।
অন্যদিকে ভারতের লিয়েন্ডর পেজ, সানিয়া মির্জা, বিষ্ণুবর্ধন এবং রুশ্মি চক্রবর্তি অবাছাই হিসাবে অলিম্পিকে অংশগ্রহণ করবেন। বিতর্ক ভুলে এখন জোরদার অনুশীলনে ব্যস্ত লিয়েন্ডার-সানিয়া জুটি। এই জুটির কাছ থেকেই টেনিসে পদক জয়ের আশায় রয়েছে ভারত।
অলিম্পিকে ২৮ জুলাই থেকে টেনিসের প্রতিযোগিতা শুরু হবে।
 

.