বিয়ে করলেন ভাজ্জি, কেক কাটলেন যুবি

অভিনেতা গীতা বসরার সাথে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। নিজের এক সময়ের সতীর্থের বিয়ের দিনেই নিজের বাড়িতে কেক কাটলেন ভারতের আরও এক তারকা ক্রিকেটার যুবরাজ সিং। বিয়ে করছেন ভাজ্জি অথচ কেক কাটছেন যুবি, ব্যাপারটা কেমন কেমন লাগলেও এটাই সত্যি। কাকতালীয় হলেও হরভজনের বিয়ের দিন আর যুবির মায়ের জন্মদিন দুটো স্মরণীয় দিনই একই তারিখে পড়েছে।

Updated By: Oct 28, 2015, 01:40 PM IST
বিয়ে করলেন ভাজ্জি, কেক কাটলেন যুবি

ওয়েব ডেস্ক: অভিনেতা গীতা বসরার সাথে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। নিজের এক সময়ের সতীর্থের বিয়ের দিনেই নিজের বাড়িতে কেক কাটলেন ভারতের আরও এক তারকা ক্রিকেটার যুবরাজ সিং। বিয়ে করছেন ভাজ্জি অথচ কেক কাটছেন যুবি, ব্যাপারটা কেমন কেমন লাগলেও এটাই সত্যি। কাকতালীয় হলেও হরভজনের বিয়ের দিন আর যুবির মায়ের জন্মদিন দুটো স্মরণীয় দিনই একই তারিখে পড়েছে।

২৯ তারিখ বিয়ে করবেন ভাজ্জি। মেহেন্দি অনুষ্ঠান হয় ২৮ অক্টোবর। বন্ধুর বিয়ে এবং মায়ের জন্মদিন দুই খুশিতেই মগ্ন ২০১১ বিশ্বকাপের ম্যান অব দ্য সিরিজ যুবরাজ সিং। ফেসবুকে নিজের মায়ের সাথে তোলা একটি ছবির সাথেই হরভজন ও গীতার ছবি পোস্ট করে ভাজ্জিকে অভিনন্দন জানান যুবি।

 

.