গুয়ার্দিওলা রহস্যফাঁস, রুনি গুঞ্জন শুরু

একই দিনে ফুটবল দুনিয়ায় ঘটে গেল দুটো ঘটনা। বার্সার সর্বকালের সেরা কোচেদের তালিকায় ঢুকে পড়া পেপ গুয়ার্দিওলা জল্পনায় দাঁড়ি টানলেন। আর ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েন রুনি তাঁর ক্লাব ত্যাগের জল্পনা বাড়ালেন।

Updated By: Oct 27, 2012, 08:20 PM IST

একই দিনে ফুটবল দুনিয়ায় ঘটে গেল দুটো ঘটনা। বার্সিলোনার সর্বকালের সেরা কোচেদের তালিকায় ঢুকে পড়া পেপ গুয়ার্দিওলা তাঁকে নিয়ে চলা জল্পনায় দাঁড়ি টানলেন। আর ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েন রুনি তাঁর ক্লাব ত্যাগের জল্পনা বাড়ালেন।
সাফল্যের শিখরে থেকে কেন বার্সিলোনা ছাড়লেন পেপ গুয়ার্দিওলা? বার্সায় পেপ জমানা কেন সাঙ্গ হল,তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে বেরিয়ে পড়ল সত্যটা। গুয়ার্দিওলা চেয়েছিলেন, বার্সার চার তারকাকে ছেড়ে দিতে। এঁরা হলেন,ফ্যাব্রেগাস,পিকে,ডেভিড ভিয়া ও ড্যানি অ্যালভেস। কিন্তু চার তারকাকে ছেড়ে দলের বিপদ ডেকে আনতে চাননি ক্লাব সভাপতি স্যান্ড্রো রসেল। ক্লাব তাঁর আবেদন অগ্রাহ্য করায় অবশেষে বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেন মেসিদের নিয়ে একের পর এক সাফল্য এনে দেওয়া কোচ একচল্লিশ বছরের পেপ গুয়ার্দিওলা।
এদিকে ফুটবল বিশ্বে এখন জোর গুঞ্জন রুনি কি এবার ওল্ড ট্র্যাফোর্ডে পাততাড়ি গুটিয়ে মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন? রাশিয়ার ক্লাব আনঝি মাখাচকালা বিরাট অর্থের অফার দিতে চলেছে রুনিকে।ধনকুবের সুলেইমান কেরিমোভ সদ্যই কিনেছেন আনঝি ক্লাবটি। এবার তাঁদের টার্গেট চমক দেওয়া দল তৈরি করা। ক্লাবের সভাপতি প্রাক্তন ব্রাজিল ফুটবল তারকা রবার্তো কার্লোস জানিয়েছেন, তাঁদের টার্গেট ওয়েন রুনি ও স্যামুয়েল এটো। এই বিষয়ে ক্লাবের মালিক ধনকুবের সুলেইমানের থেকে সবুজ-সংকেতও পেয়ে গিয়েছেন কার্লোস। আগামি মরসুমে তাই রুনিকে পেতে ঝাঁপাবে রাশিয়ার ক্লাবটি।
 

.