স্প্যানিশ লা লিগা খেতাবের দিকে এগোচ্ছে রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগা খেতাবের দিকে এগোচ্ছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে গ্রানাডাকে চার-শূন্য গোলে উড়িয়ে দিয়ে বার্সেলোনাকে পাল্টা চাপে ফেলে দিল জিনেদিন জিদানের দল। মেসিদের জয় দেখেই শনিবার মাঠে নেমেছিল রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে  ঝুঁকি নিয়ে রোনাল্ডোকে বিশ্রাম দিয়েছিলেন জিদান। প্রথম একাদশে ছিলেন না বেনজিমা,বেলও। অ্যাওয়ে ম্যাচে প্রথম এগারো মিনিটের মধ্যেই হামেস রডরিগেসের জোড়া গোলে এগিয়ে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। রিয়ালের জয় তখনই নিশ্চিত হয়ে যায়।

Updated By: May 7, 2017, 11:00 PM IST
 স্প্যানিশ লা লিগা খেতাবের দিকে এগোচ্ছে রিয়াল মাদ্রিদ

ওয়েব ডেস্ক: স্প্যানিশ লা লিগা খেতাবের দিকে এগোচ্ছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে গ্রানাডাকে চার-শূন্য গোলে উড়িয়ে দিয়ে বার্সেলোনাকে পাল্টা চাপে ফেলে দিল জিনেদিন জিদানের দল। মেসিদের জয় দেখেই শনিবার মাঠে নেমেছিল রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে  ঝুঁকি নিয়ে রোনাল্ডোকে বিশ্রাম দিয়েছিলেন জিদান। প্রথম একাদশে ছিলেন না বেনজিমা,বেলও। অ্যাওয়ে ম্যাচে প্রথম এগারো মিনিটের মধ্যেই হামেস রডরিগেসের জোড়া গোলে এগিয়ে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। রিয়ালের জয় তখনই নিশ্চিত হয়ে যায়।

আরও পড়ুন নারিনের দ্রুততম হাফ সেঞ্চুরিতে প্লে অফে কেকেআর

তবে জিদানের দলের শো তখনও শেষ হয়নি। হামেসের পাশাপাশি জোড়া গোল করে ফেলেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। পয়ত্রিশ মিনিটেই চার গোলে এগিয়ে যায় রোনাল্ডোহীন রিয়াল। এই জয়ের ফলে বার্সেলোনার মতোই চুরাশি পয়েন্টে দাঁড়িয়ে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বিদের থেকে অবশ্য এক ম্যাচ কম খেলেছে জিদান ব্রিগেড।

আরও পড়ুন  নীতিশ রানা কি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে থাকবেন?

 

.