সিন্ধুর সাফল্যের জন্য কী কী করেছিলেন কোচ গোপীচাঁদ?

দেশ এখন সিন্ধুময়। হবে নাই বা কেন? এই প্রথম অলিম্পিক থেকে রুপো জিতলেন কোনও ভারতীয় খেলোয়াড় ব্যাডমিন্টন ইভেন্ট থেকে। শুধু কড়া পরিশ্রমই নয়। অলিম্পিকের প্রস্তুতিতে কোচ পুলেল্লা গোপীচাঁদের প্রত্যেকটি কথা অক্ষরে-অক্ষরে পালন করেছিলেন পিভি সিন্ধু। অলিম্পিক শুরু হওয়ার তিন মাস আগেই সিন্ধুর মোবাইল নিজের কাছে রেখে দিয়েছিলেন গোপী।

Updated By: Aug 27, 2016, 03:22 PM IST
সিন্ধুর সাফল্যের জন্য কী কী করেছিলেন কোচ গোপীচাঁদ?

ওয়েব ডেস্ক: দেশ এখন সিন্ধুময়। হবে নাই বা কেন? এই প্রথম অলিম্পিক থেকে রুপো জিতলেন কোনও ভারতীয় খেলোয়াড় ব্যাডমিন্টন ইভেন্ট থেকে। শুধু কড়া পরিশ্রমই নয়। অলিম্পিকের প্রস্তুতিতে কোচ পুলেল্লা গোপীচাঁদের প্রত্যেকটি কথা অক্ষরে-অক্ষরে পালন করেছিলেন পিভি সিন্ধু। অলিম্পিক শুরু হওয়ার তিন মাস আগেই সিন্ধুর মোবাইল নিজের কাছে রেখে দিয়েছিলেন গোপী।

আরও পড়ুন 'জুলি লাভ ইউ'

শুধু তাই নয় সিন্ধুকে কড়া ডায়েট চার্ট করে দিয়েছিলেন তিনি। পছন্দের মিষ্টি দই এবং আইসক্রিম খাওয়া নিষেধ ছিল সিন্ধুর। ছাত্রী সিন্ধু নিষ্ঠায় তিনি অভিভুত বলে জানিয়েছেন গোপীচাঁদ। ইতিমধ্যেই মোবাইল ফেরত দিয়ে সিন্ধুর ডায়েট থেকে সবরকম নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন কোচ।

আরও পড়ুন  নামেই খালি, আসলে পুরো ভর্তি!

.