গোলকিপারের অবিশ্বাস্য গোলে ম্যাচ বাঁচাল দল

ম্যাচের তখন আর বাকি কয়েকটা সেকেন্ড। দল পেয়েছে ম্যাচে সমতায় ফেরার শেষ সুযোগ। এমন সময় নিজের গোল ছেড়ে বেড়িয়ে এসে গোলকিপার উঠে এলেন বিপক্ষের পেনাল্টি বক্সে। ম্যাচ তখন ৯৪ মিনিটে দাঁড়িয়ে। ফ্রিকিকটা উড়ে এল গোলকিপারের পায়ের সামনে, ব্যাকহিল করে দলকে সমতায় ফিরিয়ে এনে দিলেন। এরপর বাকিটা না বললেও উচ্ছ্বাসের ছবিটা এমনিতেই আন্দাজ করতে পারা যায়।

Updated By: Aug 12, 2015, 03:55 PM IST
গোলকিপারের অবিশ্বাস্য গোলে ম্যাচ বাঁচাল দল

ওয়েব ডেস্ক: ম্যাচের তখন আর বাকি কয়েকটা সেকেন্ড। দল পেয়েছে ম্যাচে সমতায় ফেরার শেষ সুযোগ। এমন সময় নিজের গোল ছেড়ে বেড়িয়ে এসে গোলকিপার উঠে এলেন বিপক্ষের পেনাল্টি বক্সে। ম্যাচ তখন ৯৪ মিনিটে দাঁড়িয়ে। ফ্রিকিকটা উড়ে এল গোলকিপারের পায়ের সামনে, ব্যাকহিল করে দলকে সমতায় ফিরিয়ে এনে দিলেন। এরপর বাকিটা না বললেও উচ্ছ্বাসের ছবিটা এমনিতেই আন্দাজ করতে পারা যায়।

ডাচ লিগে ডেনমার্কের গোলকিপার মার্টিন হানসেন এমন কাণ্ডটাই ঘটালেন। ইনজুরি টাইমে গোল করে দলের নিশ্চিত হার রুখে দিলেন আদো ডেন হাগ দলের হয়ে খেলা এই গোলকিপার। পিএসভি দলের বিরুদ্ধে করা গোল করে নিজেই অবাক হানসেন পরে বলেন, 'ঠিক গোল করব বলে ব্যাক হিলটা করিনি, বলটা শুধু গোলের দিকে পাঠাতে গিয়েছিলাম।'
দেখুন সেই গোলটি--

 

 

.