গলে অশ্বিন ঘূর্ণিঝড়, উড়ে গেল শ্রীলঙ্কা

Updated By: Aug 12, 2015, 03:02 PM IST
গলে অশ্বিন ঘূর্ণিঝড়, উড়ে গেল শ্রীলঙ্কা
ছবি-বিসিসিআই।

শ্রীলঙ্কা- ১৮৩ (৪৯.৪ ওভার)
ওয়েব ডেস্ক: গল টেস্টের শুরুতেই ম্যাজিক দেখালেন রবীচন্দ্রন অশ্বিন। ক দিন আগে অ্যাসেজে ট্রেন্টব্রিজে স্টুয়ার্ট ব্রড যে কায়দায় অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দিয়েছিলেন, কিছুটা সেই কায়দাতেই গল টেস্টে লঙ্কায় আগুন লাগিয়ে ছারখার করে দিলেন অশ্বিন। সাঙ্গাকারার বিদায়ী টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে ১৩ ওভার বল করে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নিয়ে নায়ক তামিলনাড়ুর এই অফ স্পিনার।

তিন স্পিনার, দুই পেসার নিয়ে গলে খেলতে নেমেছেন কোহলি। টসে জিতে শ্রীলঙ্কা ব্যাট নেওয়ার পর বোঝা যায়নি এই তিন স্পিনার নীতিটা এত তাড়াতাড়ি কাজে লেগে যাবে। দুই লঙ্কান ওপেনারকে দুই পেসার ফিরিয়ে দেওয়ার পর অশ্বিন উদয় হতেই অস্ত গেল শ্রীলঙ্কা। সাঙ্গাকারাও (৫) অশ্বিনের ঘূর্ণি বুঝতে না পেরে আউট হলেন। একটা সময় ৬০ রানের মধ্যে ৫ উইকেট পড়ে গিয়েছেল। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৬৪) ও দীনেশ চান্দিমাল (৫৯) আর শেষদিকে হেরাথ (২৩) রুখে না দাঁড়ালে শ্রীলঙ্কার রানটা আরও জঘন্য দেখাত। অমিত মিশ্র নিলেন ২টি উইকেট। একমাত্র হরভাজন ছাড়া বাকি চার বোলারই উইকেট পেয়েছেন। এখন দেখার ভারতীয় ব্যাটসম্যানরা এই ঘূর্ণি পিচকে কেমন সামলান।  

.