Boxing Hall of Fame: সম্মানিত কিংবদন্তি Muhammad Ali-র মেয়ে Laila Ali ও Floyd Mayweather

বক্সিং রাইটার্স অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল বক্সিং হিস্টোরিয়ানদের প্যানেল  (Boxing Writers Association and a panel of international boxing historians) মনোনীত করেছেন (Laila Ali) লায়লা আলি-ফ্লয়েড মেওয়েদারদের (Floyd Mayweather)। আগামী বছরের ১৩ জুলাই তাঁদের সম্মানিত করা হবে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 16, 2020, 08:20 PM IST
Boxing Hall of Fame: সম্মানিত কিংবদন্তি Muhammad Ali-র মেয়ে Laila Ali ও Floyd Mayweather
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: বক্সিংয়ের 'হল অব ফেমে' (International Boxing Hall of Fame and Museum) জায়গা পেলেন প্রয়াত কিংবদন্তি মহম্মদ আলির (Muhammad Ali) মেয়ে লায়লা আলি (Laila Ali)। পাশাপাশি আন্তর্জাতিক বক্সিংয়ের হল অফ ফেম-এ জায়গা করে নিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন স্যার ফ্লয়েড মেওয়েদার (Floyd Mayweather)।

প্রয়াত মহম্মদ আলির (Muhammad Ali) মেয়ে লায়লা আলি (Laila Ali) ২০০৭ সালে অবসর নেনন। সেই সময় তিনি দুরন্ত ফর্মে ছিলেনন। ২৪ টি লড়াইয়ের সবকটিতেই জিতে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ২১টি লড়াইয়ে প্রতিপক্ষকে নকআউট পাঞ্চ করেছিলেন লায়লা আলি (Laila Ali)।

 

আরও পড়ুন- ISL 2020-21: টিমের অনেকে ISL খেলার যোগ্য নয়! ফের বিস্ফোরক Robbie Fowler

 

বক্সিং রাইটার্স অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল বক্সিং হিস্টোরিয়ানদের প্যানেল  (Boxing Writers Association and a panel of international boxing historians) মনোনীত করেছেন (Laila Ali) লায়লা আলি-ফ্লয়েড মেওয়েদারদের (Floyd Mayweather)। আগামী বছরের ১৩ জুলাই তাঁদের সম্মানিত করা হবে।

ফ্লয়েড মেওয়েদার (Floyd Mayweather)- ১১ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ২০১৭ সালে গ্লাভস তুলে রাখেন। সেই সময় তিনিও ছিলেন অপরাজিত। সুপার ফেদার ওয়েট, লাইট ওয়েট,সুপার লাইট ওয়েট, ওয়েলটার ওয়েট এবং লাইট মিডল ওয়েট এই পাঁচটি ভিন্ন ভিন্ন বিভাগে ১১ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন ফ্লয়েড মেওয়েদার (Floyd Mayweather)।

 

আরও পড়ুন- ICC Test Rankings: পিঙ্ক টেস্টে নামার আগে Ranking-এ উন্নতি Virat Kohli-র, প্রথম দশে কোন কোন ভারতীয়, জেনে নিন

.