নিরাপদ নয় 'হিন্দুস্তান'! ভারতে ক্রিকেট বন্ধ করতে আইসিসিকে পরামর্শ পাক তারকার

 তিনি মনে করেন, ভারত এখন ক্রিকেট খেলার জন্য একেবারেই নিরাপদ নয়।

Updated By: Dec 28, 2019, 01:50 PM IST
নিরাপদ নয় 'হিন্দুস্তান'! ভারতে ক্রিকেট বন্ধ করতে আইসিসিকে পরামর্শ পাক তারকার

নিজস্ব প্রতিবেদন : তিনি চান, অবিলম্বে ভারতে ক্রিকেট বন্ধ হয়ে যাক। তাঁর চাওয়া-না চাওয়ায় যদিও কিছু যায় আসে না। তবে তিনি বরাবরের মতো এবারও একের পর এক ভারতবিরোধী স্লোগান দিয়ে চলেছেন। আর এবার তো তিনিও এই নিয়ে আইসিসি-কেও পরামর্শ দিয়ে বসলেন। কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর তিনি একইভাবে হাওয়া গরম করার চেষ্টা করেছিলেন। এবার ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা জাভেদ মিয়াঁদাদ। তিনি মনে করেন, ভারত এখন ক্রিকেট খেলার জন্য একেবারেই নিরাপদ নয়।

মিয়াঁদাদ এদিন বলেন, ''প্রতিটি ক্রিকেট খেলিয়ে দেশের ভারত সফর বাতিল করা উচিত। আমি এই ব্যাপারে আইসিসি-র দৃষ্টি আকর্ষণ করছি। হিন্দুস্তান এখন একেবারেই নিরাপদ নয়। এবার আমরা দেখব, আইসিসি আদৌ সুবিচার করে নাকি! আইসিসির প্রতি আমার আরও একটি অনুরোধ রয়েছে। অন্য দেশে ভারতীয় ক্রিকেট দলের সফরও বাতিল করা হোক। ভারতে বর্ণবাদ বেড়েছে। কাশ্মীর এবং অন্য অঞ্চলের মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে। আমি মনে করি, প্রতিটি মানুষের এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।''

আরও পড়ুন-  পাকিস্তান ক্রিকেটে ধুন্ধুমার! কানেরিয়া টাকার পিশাচ, দাবি সতীর্থদের

এর পর আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, ''প্রতিটি দেশের সম্মিলিতভাবে ভারতের নিন্দা করা উচিত।। সারা বিশ্ব দেখছে ভারতে কী হচ্ছে! জাতিসংঘও উদ্বীগ্ন। ভারতীয় সরকারের লজ্জা পাওয়া উচিত। যারা আইসিসি’র সদস্য দেশ, তাদের কোনওভাবেই ভারতে গিয়ে ম্যাচ খেলা উচিত নয়। ভারতের মতো অন্য কোনও দেশ নিজেদের মানুষের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে না।''

.