টসে হার, ম্যাচেও হারল ধোনির নেতৃত্বাধীন ভারত 'এ' দল
ওয়েব ডেস্ক: ভারত ৩০৪-৫। ইংল্যান্ড ৩০৭-৭। প্রথম প্রস্তুতি ম্যাচে হার ভারতের। শেষবার নীল জার্সি গায়ে ভারতের ব্যাটন হাতে তুলে ২২ গজে নেমেছিলেন ক্যাপ্টেন কুল। প্রথমে টসে হার, শেষে ম্যাচেও হার। মহাপ্রস্থানের পথে বিষন্নতা নিয়েই অধিনায়কের মুকুট নামিয়ে রাখতে হল মহেন্দ্র সিং ধোনিকে। ব্যাটে ঝড়, ৪০ বলে অপরাজিত ৬৮, তবে শেষ রক্ষা হল না। ক্যাপ্টেন কুলের অধিনায়কত্বে প্র্যাকটিস ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতীয় 'এ' দলের। ম্যাচ থেকে প্রাপ্তি অম্বাতি রায়ডুর সেঞ্চুরি আর যুবির ঝলসানো ইনিংস।
#IndAvEng | It was a special innings from @msdhoni as he scored 68 runs from 40 balls!
LIVE | https://t.co/kaakvdZ6tc pic.twitter.com/UD3OVOJtyU
— HT Sports (@HTSportsNews) January 10, 2017
অ্যালেক্স হেলস, জেসন রয়, ইওন মর্গ্যান, সাম বিলিংসদের অনবদ্য লড়াইয়ে কিছুটা হলেও ফিকে হয়ে গেল ক্যাপ্টেন কুল মাহির অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচ (অধিনায়ক হিসেবে ভারতের নেতৃত্বে শেষবার)। জয় দিয়েই শেষ, এমনটা আর লেখা হল না! ১০০ টেস্ট না খেলেই আচমকা অবসর। ১৯৯ তম ওডিআই ম্যাচে নেতৃত্ব দেওয়ার পর দুশো তম'র এক ধাপ আগেই ব্যাটন ছাড়লেন। আর শেষ টা! ইসসস! ধোনি জিততে পারত!