কার্ডিফে তৃতীয় টি২০ ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতল ইংল্যান্ড
কার্ডিফে তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড। কার্ডিফে টস জিতে ইংল্যান্ডকেই প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন প্রোটিও অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। ২০ ওভারের শেষে ইংল্যান্ড তোলে ৮ উইকেটে ১৮১ রান। ইংল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমেই ম্যান অফ দ্য ম্যাচ হয়ে দলের জয় সুনিশ্চিত করেন মালান। মাত্র ৪৪ বলে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনার অ্যালেক্স হেলস করেন ২৮ বলে ৩৬ রান। অন্য ওপেনার জেসন রয় অবশ্য মাত্র ৮ রান করেই আউট হয়ে যান। ২২ বলে ৩১ রানের ইনিংস খেলেন বাটলার। দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি উইকেট নেন প্যাটারসন।
ওয়েব ডেস্ক: কার্ডিফে তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড। কার্ডিফে টস জিতে ইংল্যান্ডকেই প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন প্রোটিও অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। ২০ ওভারের শেষে ইংল্যান্ড তোলে ৮ উইকেটে ১৮১ রান। ইংল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমেই ম্যান অফ দ্য ম্যাচ হয়ে দলের জয় সুনিশ্চিত করেন মালান। মাত্র ৪৪ বলে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনার অ্যালেক্স হেলস করেন ২৮ বলে ৩৬ রান। অন্য ওপেনার জেসন রয় অবশ্য মাত্র ৮ রান করেই আউট হয়ে যান। ২২ বলে ৩১ রানের ইনিংস খেলেন বাটলার। দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি উইকেট নেন প্যাটারসন।
আরও পড়ুন দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট জয় ভারতের
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে ১৬২ রান। প্রোটিওদের হয়ে সবথেকে বেশি রান করেন মোসলে। তিনি করেন ২২ বলে ৩৬ রান। অধিনায়ক এবি ডিভিলিয়ার্স খেলেন ১৯ বলে ৩৫ রানের ইনিংস। ২৯ রান করেন স্মাটস। ইংরেজদের হয়ে তিন উইকেট নিয়েছেন জর্ডন।
আরও পড়ুন অনিল কুম্বলে কোচের পদ থেকে সরে যেতেই ভোলবদল সঞ্জয় বাঙ্গারের