স্থায়ী কোচের দায়িত্ব পেয়েই হেরে গেলেন সোলারি, এইবারের কাছে হারল রিয়াল

চলতি মরশুমে ঘরোয়া লিগে রিয়ালের এটি পঞ্চম হার। অন্যদিকে লা লিগায় রিয়ালের বিরুদ্ধে এইবারের এটাই প্রথম জয়।

Updated By: Nov 25, 2018, 01:49 PM IST
স্থায়ী কোচের দায়িত্ব পেয়েই হেরে গেলেন সোলারি, এইবারের কাছে হারল রিয়াল

নিজস্ব প্রতিবেদন : অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে টানা চার জয়ের স্বাদ পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের কোচ সান্তিয়াগো সোলারি। হেড কোচের দায়িত্ব পেয়েই হারের মুখ দেখলেন তিনি। লা লিগায় এইবারের মাঠে ৩-০ গোলে হারল রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন - রিকি পন্টিং, মাইকেল ক্লার্করা যা পারেননি! অস্ট্রেলিয়ার মেয়েরা সেটাই করে দেখাল

শনিবার লা লিগায় ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে এইবারকে টেক্কা দিয়েও শেষ রক্ষা হল না রিয়াল মাদ্রিদের। কিন্তু ম্যাচের ১৬ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় এইবার। সৌজন্যে গঞ্জালো এসকালান্তে। যদিও ভিএআর-এর সাহায্য নিয়ে গোলের সিদ্ধান্ত নেন রেফারি। আর দ্বিতীয়ার্ধের শুরুতে পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এইবার। ৫২ মিনিটে সের্গি এনরিখের গোল আর ৫৭ মিনিটে কিকের গোলে স্কোরলাইন ৩-০ করে নেয় এইবার।

১৩ ম্যাচে ৬টিতে জয় ও দুটি ম্যাচ ড্র করে লা লিগায় রিয়ালের পয়েন্ট এখন ২০। চলতি মরশুমে ঘরোয়া লিগে রিয়ালের এটি পঞ্চম হার। অন্যদিকে লা লিগায় রিয়ালের বিরুদ্ধে এইবারের এটাই প্রথম জয়।

.