ফিফা সভাপতি নির্বাচন ২৬ ফেব্রুয়ারি, এগিয়ে প্লাতিনি

এ বছর নয়, ২০১৬ সালে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা পেতে চলেছে নতুন সভাপতি। ফেব্রুয়ারির ২৬ তারিখ জুরিখে ফিফার বিশেষ সাধারণ সভায় শেপ ব্লাটারের উত্তরসূরি খোঁজা হবে। এখনও পর্যন্ত যেদিক ব্যাপার গড়াচ্ছে তাতে নতুন ফিফা সভাপতি হওয়ার ব্যাপারে পাল্লা ভারী উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির।

Updated By: Jul 20, 2015, 05:40 PM IST
ফিফা সভাপতি নির্বাচন ২৬ ফেব্রুয়ারি, এগিয়ে প্লাতিনি

ওয়েব ডেস্ক: এ বছর নয়, ২০১৬ সালে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা পেতে চলেছে নতুন সভাপতি। ফেব্রুয়ারির ২৬ তারিখ জুরিখে ফিফার বিশেষ সাধারণ সভায় শেপ ব্লাটারের উত্তরসূরি খোঁজা হবে। এখনও পর্যন্ত যেদিক ব্যাপার গড়াচ্ছে তাতে নতুন ফিফা সভাপতি হওয়ার ব্যাপারে পাল্লা ভারী উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির।

খুব তাড়াতাড়ি ফ্রান্সের প্রাক্তন তারকা এই ফুটবলার ফিফা সভাপতি পদে দাঁড়ানোর কথা ঘোষণা করবেন। ৬টা ফুটবল কনফেডারেশনের মধ্যে চারটির সমর্থন আদায় করে নিয়েছেন প্লাতিনি।

ইউরোপ, দক্ষিণ আমেরিকা, কনকাকাফ-এর পাশাপাশি এশিয়ার কনফেডারেশনের রায়ও এখন প্লাতিনির দিকে ঝুঁকে। রবিবার প্লাতিনি বৈঠকে বসেন এএফসি প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফার সঙ্গে। এই আল খালিফার জোরে প্লাতিনি ৪৬টি ভোট পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে প্লাতিনি এখন ব্লাটরের উত্তরসূরি হিসাবে ফ্রন্ট রানার। জিকো, ফিগো, মারাদোনারা সভাপতি পদে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও লড়াইয়ে অনেক পিছিয়েই থাকবেন।

.