প্রেসিডেন্টকে টার্ফ থেকে উঠে যেতে বলায় ফের বিদেশী কোচ তাড়াল হকি ইন্ডিয়া

ভারতীয় হকিতে ফের বিতর্কের পথে হেঁটে বিদেশী কোচ ছাঁটাই। আন্তর্জাতিক স্তরে সাফল্য এনে দেওয়া  কোচ পল ফান আসকে শেষ অবধি তাড়িয়ে দিল হকি ইন্ডিয়া। কেন ডাচ কোচকে তাড়ানো হল তা নিয়ে অবশ্য সরকারীভাবে কিছু জানানো হয়নি। তবে পল ফান বলছেন, ক দিন আগে বেলজিয়ামে হকি ওয়ার্ল্ড লিগ সেমিফাইনালের এক ম্যাচে টার্ফের মধ্যে ঢুকে পড়ায় হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরিন্দর বাত্রাকে বেরিয়ে যাওয়ার কথা বলায় তাঁকে এই তাড়িয়ে দেওয়া হল।

Updated By: Jul 20, 2015, 04:43 PM IST
প্রেসিডেন্টকে টার্ফ থেকে উঠে যেতে বলায় ফের বিদেশী কোচ তাড়াল হকি ইন্ডিয়া

ওয়েব ডেস্ক: ভারতীয় হকিতে ফের বিতর্কের পথে হেঁটে বিদেশী কোচ ছাঁটাই। আন্তর্জাতিক স্তরে সাফল্য এনে দেওয়া  কোচ পল ফান আসকে শেষ অবধি তাড়িয়ে দিল হকি ইন্ডিয়া। কেন ডাচ কোচকে তাড়ানো হল তা নিয়ে অবশ্য সরকারীভাবে কিছু জানানো হয়নি। তবে পল ফান বলছেন, ক দিন আগে বেলজিয়ামে হকি ওয়ার্ল্ড লিগ সেমিফাইনালের এক ম্যাচে টার্ফের মধ্যে ঢুকে পড়ায় হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরিন্দর বাত্রাকে বেরিয়ে যাওয়ার কথা বলায় তাঁকে এই তাড়িয়ে দেওয়া হল।

 অবশ্য হকি ইন্ডিয়ার অভিযোগ, ওয়ার্ল্ড লিগ সেমিফাইনাল টুর্নামেন্টের রিপোর্ট এখনও জমা দেননি পল। নেদারল্যান্ডসে ছুটি কাটিয়ে সর্দারদের ফিটনেস ক্যাম্পেও এখনও যোগ দেননি। তার চেয়েও বড় কথা, এ ব্যাপারে হকি ইন্ডিয়াকে কিছু জানাননি।

এশিয়ান গেমসে সোনা জয়ের পর ভারতীয় হকি দলের কোচের পদ ছেড়ে দিয়েছিলেন টেরি ওয়ালশ। কিন্তু বারবার কেন এমন ঘটছে? সাফল্য এনে দেওয়ার পরেও কেন চলে যেতে বিদেশী কোচেদের।  

সবে সাফল্য আসতে শুরু করেছিল। হকি বিশ্বের দ্বিতীয় সারির দেশগুলোর বিরুদ্ধে নিয়মিত জয়ও আসছিল, কড়া চ্যালেঞ্জ ছোঁড়া যাচ্ছিল প্রথম সারির দেশগুলিকে। আর বছর খানেক পরেই অলিম্পিক। তার আগে পল ফানের চলে যাওয়া নিশ্চিতভাবেই বড় ধাক্কা ভারতীয় হকির কাছে। কিন্তু ভারতীয় হকি যতই একধাপ এগোক, কর্মকর্তাদের সৌজন্যে সেটা আবার দু ধাপ পিছিয়ে যাবে। 

.