কেকেআর কর্ণধার শাহরুখ-জুহিকে তলব করল ইডি
কেকেআর কর্ণধার কিং খানকে সমন পাঠাল ইডি। বিদেশী মুদ্রা লেনদেনে কলকাতা নাইট রাইডার্সের শেয়ার ভ্যালু কম দেখিয়েছে কেকেআর। তাই এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে হাজিরা দিতে হবে শাহরুখ খানকে। শুধু শাহরুখই নন, ইডি তলব করেছে কেকেআর ফ্রেঞ্চাইজির যুগ্ম-কর্ণধার জুহি চাওলা ও জয় মেহেতাকেও। সংবাদ সূত্রের খবর অনুযায়ী মে মাসের মধ্যেই ইডি দপ্তরে হাজিরা দিতে হবে তাদের।
নিউ দিল্লি: কেকেআর কর্ণধার কিং খানকে সমন পাঠাল ইডি। বিদেশী মুদ্রা লেনদেনে কলকাতা নাইট রাইডার্সের শেয়ার ভ্যালু কম দেখিয়েছে কেকেআর। তাই এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে হাজিরা দিতে হবে শাহরুখ খানকে। শুধু শাহরুখই নন, ইডি তলব করেছে কেকেআর ফ্রেঞ্চাইজির যুগ্ম-কর্ণধার জুহি চাওলা ও জয় মেহেতাকেও। সংবাদ সূত্রের খবর অনুযায়ী মে মাসের মধ্যেই ইডি দপ্তরে হাজিরা দিতে হবে তাদের।
আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এবারেও শেষ চারে পৌঁছানোর দৌড়ে রয়েছে গৌতম গম্ভীরদের কেকেআর। আইপিএলের মধ্য গগণে কর্ণধারদের কাছে ইডির নোটিশ দলের অন্দরে কিছুটা হলেও চাপ তৈরি করতে পারে বলে মত ক্রীড়াবিদদের।
গত সোমবার ইডি দিল্লি থেকে ২ জনকে গ্রেফতার করেছে। যারা আইপিএলে বেটিং কাণ্ডে অভিযুক্ত। এবং তাদের কাছ থেকে ২৫ লক্ষ টাকাও উদ্ধার করেছে ইডি। সারা ভারত জুড়েই ইডি আইপিএল বেটিং চক্রের ওপর কড়া নজরদারি রেখেছে। এই ঘটনার পর শাহরুখ, জুহি ও জয়কে ইডির তলব কিছুটা বিড়ম্বনায় ফেলেছে কেকেআর শিবিরকে।