ধোনিদের হেলায় হারিয়ে হিসাব গুলিয়ে দিল দিল্লি, ধোনিদের হারে সুবিধা নাইটদের
চেন্নাই-১১৯/৬।। দিল্লি-১২০/৪ (১৬.৪ ওভার)
দিল্লি ৬ উইকেটে জয়ী (২০ বল বাকি থাকতে)
---------------
পয়েন্ট টেবিল- ১) চেন্নাই (১৩ ম্যাচে ১৬), ২) কলকাতা (১২ ম্যাচে ১৫), ৩) হায়দরাবাদ (১২ ম্যাচে ১৪), ৪) রাজস্থান (১৩ ম্যাচে ১৪), ৫) বেঙ্গালুরু (১১ ম্যাচে ১৩), ৬) মুম্বই (১২ ম্যাচে ১২)। বিদায় নিয়েছে দিল্লি(৮ পয়েন্ট), পঞ্জাব(৪ পয়েন্ট)।
------------------------------
ওয়েব ডেস্ক: আইপিএল আটে ফের টুইস্ট। মঙ্গলবার রায়পুরে একেবার সব হিসাব উল্টে লিগ তালিকার শীর্ষে থাকা চেন্নাইকে হারিয়ে চমকে দিল ইতিমধ্যেই বিদায় নেওয়া দিল্লি। ১৩ ম্যাচে ১৬ পয়েন্টে এখনও চেন্নাই লিগ তালিকায় শীর্ষে থাকলেও বৃহস্পতিবার মুম্বইকে হারিয়ে দিলেই ধোনিদের টপকে যাবে কলকাতা।
এদিন ম্যাচের শুরু থেকেই একেবারে অচেনা লেগেছে চেন্নাইকে। ম্যাককুলাম, স্মিথ থেকে রায়না। চেন্নাইয়ে বাঘা বাঘা ব্যাটসম্যানরা এমনভাবে খেলছিলেন যেন তারা টি২০ নয় ওয়ানডে খেলছেন। প্রথম ৬ ওভারে চেন্নাইয়ের স্কোর ছিল ১ উইকেটে ১৬ রান। ১০ ওভারে রান দাঁড়ায় মাত্র ৪৬। খারাপ শুরুটা আর ভাল করা যায়নি। ধোনি, প্লেসিস কিছুটা চেষ্টা করলেও ২০ ওভারে চেন্নাই তোলে মাত্র ১১৯ রান। টি২০ ক্রিকেটের বিচারে যেটা লো স্কোরিং। আর ধোনির দলের শক্তির বিচারে যেটা বেশ খারাপ স্কোর। ধোনিও ম্যাচ হারের পর বললেন প্রথম ৬ ওভারে আমাদের রানটা সত্যি খুব খারাপ উঠেছিল। ওপেনার ম্যাককুলাম ১১ বলে করেন ২১, অপর ওপেনার স্মিথ করেন ২৪ বলে ১৮ রান। অনেক দিন পর সেই পুরনো মেজাজে পাওয়া যায় জাহির খানকে। ৪ ওভার বলে করে মাত্র ৯ রান দিয়ে জাহির নেন ২ উইকেট।
এবারের আইপিএল ফ্লপ দিল্লির ব্যাটিং এদিনও ছোট টারা্গেট তাড়া করতে গিয়ে ধাক্কা খায়। ২৪ রানে দু উইকেট হারিয় দিল্লি। তবে ওপেনার শ্রেয়াস আইয়ার (অপরাজিত ৭০) আর যুবরাজ (৩২) দলের জয় নিশ্চিত করেন।
দিল্লির জয়ে সবচেয়ে খুশি হওয়ার কথা নাইট রাইডার্সের। কারণ এখন লিগ তালিকায় শীর্ষে থাকার কেকেআর-এর শর্তটা খুব সহজ। মুম্বই, রাজস্থান পরপর দুটো ম্যাচ জিতলেই শীর্ষে স্থান পাকা গৌতম গম্ভীরদের। এমনকী একটা ম্যাচ জিতলেও প্রথমে দুইয়ে থাকাটা কঠিন হবে না।