ডাচ ম্যাজিকের কাছে মাথানত লালহলুদের
ঘরোয়া লিগের পর এবার আই লিগ। প্রথম হারের স্বাদ পেল লাল-হলুদ শিবির। প্রয়াগ ইউনাইটেডের কাছে এক-শূন্য গোলে হেরে গেলেন চিড্ডিরা। মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গলকেও হারিয়ে বাজিমাত করল এলকোর প্রয়াগ।
ঘরোয়া লিগের পর এবার আই লিগ। প্রথম হারের স্বাদ পেল লাল-হলুদ শিবির। প্রয়াগ ইউনাইটেডের কাছে এক-শূন্য গোলে হেরে গেলেন চিড্ডিরা। মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গলকেও হারিয়ে বাজিমাত করল এলকোর প্রয়াগ।
আই লিগে গত তিন ম্যাচে হারতে হয়েছিল প্রয়াগ ইউনাইটেডকে। তাই ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচ জিততেই হত এলকোর দলকে। যুবভারতীতে ডাচ দর্শনের কাছে অবশ্য হার মানতে হল ব্রিটিশ স্টাইল ফুটবলকে। দুরন্ত পাসিং ফুটবল খেললেন র্যান্টিরা। মাঝমাঠে পেন-মেহতাব জুটিকে টেক্কা দিলেন কার্লোস-লালকমল। অনবদ্য ফুটবল খেললেন শঙ্কর ওঁরাও। প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত প্রয়াগ। কার্লোসের সাজানো পাস থেকে র্যান্টির দুরন্ত শট অনবদ্য দক্ষতায় বাঁচান ইস্টবেঙ্গল গোলকিপার।
শেষপর্যন্ত লালকমলের কর্ণারে মাথা ছুঁইয়ে জয়সূচক গোলটি করেন আই লিগের সর্বোচ্চ গোলদাতা র্যান্টি। তবে সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনেও। দুই অর্ধে গোলের সহজ সুযোগ নষ্ট করেন ইসফাক আহমেদ আর রবিন সিং।বেশ কয়েকটি দুরন্ত সেভ করেন প্রয়াগ গোলকিপার সুব্রত পাল।শেষদিকে ডিকাকে নামিয়েও গোলশোধ করতে পারেননি ইস্টবেঙ্গল। প্রয়াগের কাছে হারের পর ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১০ ম্যাচে ২১। অপরদিকে ১১ ম্যাচে প্রয়াগের পয়েন্ট দাঁড়াল ১৭।