ভৌমিকের চার্চিলের মুখোমুখি মরগ্যানের লালহলুদ

শনিবার মারগাঁওতে লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সুভাষ ভৌমিকের চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। মরগ্যানের দলের মতই আই লিগের শুরুটা দুরন্ত করেছে গোয়ার দলটি।মরগ্যান বলছেন,দুই দলেই ভাল ফুটবলার রয়েছে। তাই মারগাঁওতে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলে মনে করছেন লাল-হলুদ কোচ। 

Updated By: Nov 16, 2012, 10:44 PM IST

শনিবার মারগাঁওতে লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সুভাষ ভৌমিকের চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। মরগ্যানের দলের মতই আই লিগের শুরুটা দুরন্ত করেছে গোয়ার দলটি।মরগ্যান বলছেন,দুই দলেই ভাল ফুটবলার রয়েছে। তাই মারগাঁওতে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলে মনে করছেন লাল-হলুদ কোচ। 
ফেডারেশন কাপের সেমিফাইনালে বেটোকে আটকে বাজিমাত করেছিলেন মরগ্যান।এবার চার্চিল মাঝমাঠকে আটকানোই চ্যালেঞ্জ হতে চলেছে লাল-হলুদ কোচের।প্রথম একাদশে সম্ভবত পরিবর্তন করছেন না মরগ্যান।পুণেয় এয়ার ইন্ডিয়াকে হারিয়ে আসার পর আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল শিবির মনে করছে,এই ধরণের হাড্ডাহাড্ডি ম্যাচে যে দল সবচেয়ে কম ভুল করবে,সেই দলই বাজিমাত করবে।শনিবারের ম্যাচে বাড়তি ইউএসপি হতে হলেছে ভারতীয় ফুটবলের দুই অন্যতম সেরা কোচ মরগ্যান আর ভৌমিকের স্ট্র্যাটেজির লড়াই।যদিও এই ম্যাচতে তার সঙ্গে সুভাষের লড়াই হিসাবে দেখতে নারাজ মরগ্যান।

.