ভিয়েতনামে টিকিট বিভ্রাটে ইস্টবেঙ্গল

মঙ্গলবারই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছিলেন ওপারারা।তা সত্বেও বুধবার সারাদিনই সায়গন শহরে কাটাতে হয় লাল-হলুদ ফুটবলারদের।ষোলো তারিখ কলকাতায় ফেরার টিকিট ছিল ইস্টবেঙ্গলের।তাই বিকল্প টিকিট জোগাড় করতে হিমসিম খেতে হয় ম্যানেজার রজত গুহকে।শেষঅবধি মেলে সমাধানসূত্র।

Updated By: Oct 13, 2011, 04:44 PM IST

মঙ্গলবারই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছিলেন ওপারারা। তা সত্বেও বুধবার সারাদিনই সায়গন শহরে কাটাতে হয় লাল-হলুদ ফুটবলারদের। ষোলো তারিখ কলকাতায় ফেরার টিকিট ছিল ইস্টবেঙ্গলের।তাই বিকল্প টিকিট জোগাড় করতে হিমসিম খেতে হয় ম্যানেজার রজত গুহকে। শেষঅবধি মেলে সমাধানসূত্র।বৃহস্পতিবার চেন্নাই পৌঁছবে ইস্টবেঙ্গল দল।সেখান থেকে শুক্রবার কলকাতায় পৌঁছবেন মরগ্যান,টোলগেরা। আঠেরো তারিখ  দিল্লির আম্বেদকরে সুপার কাপে আই লিগ চ্যাম্পিয়ন সালগাঁওকরের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।
কার্যত পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই এবারের ফেডকাপ চ্যাম্পিয়নদের মোকাবিলা করতে হবে গতবারের চ্যাম্পিয়নদের।

.