ভারতের মাটিতে ধোনিদের হারানো খুবই শক্ত , মনে করেন মুরলীধরণ

নিজের দেশে ধোনিদের হারানোর পর ইংল্যান্ড ক্রিকেট দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরণ মনে করেন ভারতের মাটিতে ধোনিদের হারানো খুবই শক্ত।

Updated By: Oct 13, 2011, 04:17 PM IST

নিজের দেশে ধোনিদের হারানোর পর ইংল্যান্ড ক্রিকেট দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরণ মনে করেন ভারতের মাটিতে ধোনিদের হারানো খুবই শক্ত।আর এটাই কুকের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ বলে মুরলীধরণের দাবি। ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতির অভাবই ভরাডুবির অন্যতম কারণ বলে মনে করেন মুরলীধরণ।

.