সম্ভবত ইস্টবেঙ্গলেই থাকছেন টোলগে
ট্রেভর জেমস মরগ্যানের পর অসি গোলমেশিন টোলগে ওজবেও সম্ভবত ইস্টবেঙ্গলেই থাকতে চলেছেন। পরের মরসুমের জন্য এখনও চুক্তি না করলেও, লাল-হলুদ কর্তাদের দাবি তারা টোলগেকে আশ্বস্ত করতে সক্ষম হয়েছেন।
ট্রেভর জেমস মরগ্যানের পর অসি গোলমেশিন টোলগে ওজবেও সম্ভবত ইস্টবেঙ্গলেই থাকতে চলেছেন। পরের মরসুমের জন্য এখনও চুক্তি না করলেও, লাল-হলুদ কর্তাদের দাবি তারা টোলগেকে আশ্বস্ত করতে সক্ষম হয়েছেন।
টোলগেকে দলে পেতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল মোহনবাগান। এক কোটি টাকারও বেশি অফার করেছিল তাঁকে। তবে এক শীর্ষকর্তা আসরে নামতেই বদলে গেল ছবিটা। এপ্রিল মাসেই সম্ভবত ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করতে পারেন টোলগে। এদিকে দলের ডিফেন্ডার রাজু গায়কোয়াড় প্রায় মনস্থির করে ফেলেছিলেন পরের মরসুমে ডেম্পো যাওয়ার ব্যাপারে। কুয়েতে গিয়ে রাজুকে আগামি মরসুমে থাকতে রাজি করান ফুটবলসচিব বাবু ভট্টাচার্য।
তবে চলতি মরসুমে মাত্র তিনটি ম্যাচ খেলা রাজুকে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ করানোয় দলের একাংশে ক্ষোভ তৈরী হয়েছে। কারন,যে ফুটবলার সার্ভিসই দিতে পারেননি ক্লাবকে, তাঁকে বিশাল অঙ্কের অর্থ দেওয়া প্রশ্ন তুলেছেন অনেকেই।