পিছিয়ে গেল মোহনবাগান এয়ার ইন্ডিয়া ম্যাচ
একদিন পিছিয়ে গেল মোহনবাগানের ম্যাচ। পুনেতে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এই ম্যাচ রবিবারের বদলে হবে সোমবার। সম্প্রচারকারীদের চাপে ম্যাচ পিছোল এআইএফএফ। তবে আগামিকাল ভোরেই পুনে রওনা হচ্ছে মোহনবাগান। এরিয়ানের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয় পাওয়ার পর দল আত্মবিশ্বাসের তুঙ্গে।
একদিন পিছিয়ে গেল মোহনবাগানের ম্যাচ। পুনেতে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এই ম্যাচ রবিবারের বদলে হবে সোমবার। সম্প্রচারকারীদের চাপে ম্যাচ পিছোল এআইএফএফ। তবে আগামিকাল ভোরেই পুনে রওনা হচ্ছে মোহনবাগান। এরিয়ানের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয় পাওয়ার পর দল আত্মবিশ্বাসের তুঙ্গে। কাঁটা একমাত্র ব্যারেটোর চোট। যা সন্তোষ কাশ্যপের দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের আগে চিন্তায় রেখেছে দলকে। প্রথম লেগে ঘরের মাঠে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেলেও সুব্রত ভট্টাচার্যের দলকে কষ্ট করে পেতে হয়েছিল সেই জয়। তাই অ্যাওয়ে ম্যাচে মাত্র এক বিদেশিকে নিয়ে সন্তোষ কাশ্যপের দলের বিরুদ্ধে পুরো ৩ পয়েন্ট পাওয়া খুব কঠিন বলেই মনে করছেন কোচ থেকে ফুটবলার সকলেই।
এয়ার ইন্ডিয়া ম্যাচে ব্যারেটো না থাকায় ওডাফার সঙ্গে আপফ্রন্টে শুরু করবেন সুনীল ছেত্রী।