ইস্টবেঙ্গলও আজ `গোল বেঙ্গল`

আই লিগে আজ কলকাতার দলগুলোর গোলের বন্যায় ভাসার দিন। যুবভারতীতে প্রয়াগ ইউনাইটেডের দশ গোলের ঠিক পরেই পুনেতে ইস্টবেঙ্গলের তিন গোলে জয়। প্রয়াগের বড় জয়ের নায়কের নামটা অনেকেরই জানা, কিন্তু ইস্টবেঙ্গলের আজকের জয়ের নায়ক কিছুটা অচেনা। তিনি হরমনজ্যোত খাবরা।

Updated By: Nov 10, 2012, 05:44 PM IST

আই লিগে আজ কলকাতার দলগুলোর গোলের বন্যায় ভাসার দিন। যুবভারতীতে প্রয়াগ ইউনাইটেডের দশ গোলের ঠিক পরেই পুনেতে ইস্টবেঙ্গলের তিন গোলে জয়। প্রয়াগের বড় জয়ের নায়কের নামটা অনেকেরই জানা, কিন্তু ইস্টবেঙ্গলের আজকের জয়ের নায়ক কিছুটা অচেনা। তিনি হরমনজ্যোত খাবরা। কোচ মরগ্যানের পছন্দের ফুটবলার। তাঁরই জোড়া গোলে ভর করে ফের জয়ের রাস্তায় ফিরল ইস্টবেঙ্গল। ডেম্পো ম্যাচের দলই মাঠে নামিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। প্রথম গোলের জন্য
অবশ্য ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইস্টবেঙ্গলকে। বক্সের বাইরে থেকে
দুরন্ত শটে গোল করে যান মিডফিল্ডার হরমোনজোত সিং খাবরা। বিরতির আগেই
ব্যবধান বাড়াতে পারত মননদীপ। কিন্তু পুরনো দলের বিরুদ্ধে গোলের সুবর্ণ
নষ্ট করেন জাতীয় দলের এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে ডিকা আর সঞ্জু প্রধানকে
নামিয়ে বাজিমাত করেন লাল-হলুদ কোচ। ৬৪ মিনিটে ডিকার ক্রশ থেকে ব্যবধান
বাড়ান সেই খাবরা। ৭৫ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ইস্টবেঙ্গলের
জয় নিশ্চিত করে দেন ওরজি পেন। এবারের আই লিগে প্রথম গোল পেলেন নাইজেরীয় এই
মিডফিল্ডার। পাঁচ ম্যাচে এগারো পয়েন্ট পেয়ে লিগ তালিকার উপরের দিকেই থাকল
ইস্টবেঙ্গল। জোড়া ড্রয়ের পর জয়ে ফেরার পর স্বস্তিতে ইস্টবেঙ্গল। স্ট্রাইকাররা গোল না পেলেও, আটকালো না মরগ্যানের দলের বড় ব্যবধানে জয়। এতে খুশি আরও বেড়েছে।

.