বিরাটের স্যারকে দ্রোণাচার্য সম্মান, অর্জুন পুরস্কার অজিঙ্কাকে

Updated By: Aug 22, 2016, 11:56 PM IST
বিরাটের স্যারকে দ্রোণাচার্য সম্মান, অর্জুন পুরস্কার অজিঙ্কাকে

ওয়েব ডেস্ক: এবছরের খেলরত্ন পুরস্কার পাচ্ছেন রিও অলিম্পিকে পদক জয়ী দুই খেলোয়াড় পিভি সিন্ধু ও সাক্ষী মালিক। এই দুই কৃতী কণ্যা ছাড়াও খেলরত্ন পুরস্কার দেওয়া হবে এবারের অলিম্পিকে অংশগ্রহণকারী আরও দুই ভারতীয় খেলোয়াড় দীপা কর্মকার ও জীতু রাইকে। আর দ্রোণাচার্য সম্মান দেওয়া হচ্ছে দীপা কর্মকারের কোচ বিশ্বশ্বর নন্দীকে। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মাও পাচ্ছেন দ্রোণাচার্যের সম্মান। ক্রিকেটার অজিঙ্কা রাহানে, ললিতা বব্বর, শিবা থাপা, ফুটবলার সুব্রত পাল, ভিনেশ ফোগত সহ পনেরো জনকে দেওয়া হচ্ছে অর্জুন পুরস্কার।

 

.