কোচ চান না, কমনওয়েলথ গেমসে নেই দীপা

দীপা এখন যা পারফর্ম করছে তাতে কমনওয়েলথে পাঠিয়ে খুব একটা সুবিধে করতে পারবে না বলেই মত কোচ বিশ্বেশ্বর নন্দীর।

Updated By: Feb 14, 2018, 04:19 PM IST
কোচ চান না, কমনওয়েলথ গেমসে নেই দীপা
ছবি- ফেসবুক

সুখেন্দু সরকার: হাঁটুর অস্ত্রোপচারের পর রিহ্যাব শেষে অনুশীলন শুরু করেছেন জিমন্যাস্ট দীপা কর্মকার। কিন্তু এপ্রিলে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে দীপা অংশ নিচ্ছেন না। পুরোপুরি ফিট না হওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে কমনওয়েলথ গেমসের ট্রায়ালেও যাননি দীপা।

কিন্তু কেন যোগ দিচ্ছেন না দীপা?

ত্রিপুরা থেকে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী ২৪ ঘন্টা ওয়েবকে ফোনে জানালেন, "আসলে দীপাকে আমিই পাঠাচ্ছি না (কমনওয়েলথ গেমস-এ)। রিহ্যাবের পর সবে অনুশীলন শুরু করেছে ও। পারফরম্যান্সের জায়গায় আসতে ওর অন্তত চার-পাঁচ সময় লাগবে। এখন যা পারফর্ম করছে, তাতে কমনওয়েলথে পাঠালে খুব একটা সুবিধে করতে পারবে না।" পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, "অপারেশনের পর এখনও প্রদুনোভার মত কঠিন ভল্টের অনুশীলন শুরুই করতে পারেনি দীপা।" 

আরও পড়ুন- টেস্টের পর একদিনের শিখরেও বিরাটের ভারত   

২০১৬ সালে রিও অলিম্পিকে সাড়া জাগানো বাঙালি জিমন্যাস্ট দীপা শেষবার কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। তবে কমনওয়েলথ গেমসে দীপাকে না পাঠালেও,অগাস্টে জাকার্তা এশিয়ান গেমসে অংশ নেওয়ার লক্ষ্যেই দীপাকে তৈরি করছেন কোচ বিশ্বেশ্বর নন্দী।

.