সতীর্থ ক্রিকেটারকে দলের টিউমার বললেন তাঁর অধিনায়ক!

অস্ট্রেলিয়ান ক্রিকেটের ট্রেডমার্কই তো শৃঙ্খলা। সেখানে কিনা চলছে এরকম! হ্যাঁ, প্রায় বোমাই ফাটালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন টেলিভিশনে একটা ৬০ মিনিটের সাক্ষাত্‍কার নেওয়া হয় ক্লার্কের। সেখানে মাইকেল ক্লার্ক তাঁর সতীর্থ ক্রিকেটার শেন ওয়াটসনকে এক হাত নিয়েছেন।

Updated By: Oct 17, 2016, 01:52 PM IST
সতীর্থ ক্রিকেটারকে দলের টিউমার বললেন তাঁর অধিনায়ক!

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ান ক্রিকেটের ট্রেডমার্কই তো শৃঙ্খলা। সেখানে কিনা চলছে এরকম! হ্যাঁ, প্রায় বোমাই ফাটালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন টেলিভিশনে একটা ৬০ মিনিটের সাক্ষাত্‍কার নেওয়া হয় ক্লার্কের। সেখানে মাইকেল ক্লার্ক তাঁর সতীর্থ ক্রিকেটার শেন ওয়াটসনকে এক হাত নিয়েছেন।

আরও পড়ুন নিজের বেলায় বুঢ্ঢা হোগা তেরা বাপ, আর বাড়ির ধন্যি মেয়েরা বিয়ের পর থেকে যাক অন্তরালে!

মনে আছে ২০১৩ সালে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে আসার পর তখনকার অসি কোচ মিকি আর্থারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন শেন ওয়াটসন? তাঁকে তখন দল থেকে বসিয়েও দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে কথা বলতে গিয়ে ক্লার্ক বলেছেন, 'ওয়াটসনকে ক্যান্সার বলা ঠিক হবে না। তবে, শেন ওই দলের টিউমার তো ছিলই। আমরা যদি তখনই ওর বিরুদ্ধে ব্যবস্থা না নিতাম, তাহলে শেন নিশ্চয়ই পরে অস্ট্রেলিয়া দলের কাছে ক্যান্সার হয়ে উঠতো'।

আরও পড়ুন  সাক্ষীর বাগদান হয়ে গেল

.