চেন্নাইতে সেঞ্চুরি না করেও সেঞ্চুরি পেলেন ধোনি!

Updated By: Sep 17, 2017, 10:54 PM IST
চেন্নাইতে সেঞ্চুরি না করেও সেঞ্চুরি পেলেন ধোনি!

ওয়েব ডেস্ক: একের পর এক মাইলফলক গড়েই চলেছেন মহেন্দ্র সিং ধোনি। এবার ক্রিকেটের তিনটি ফরম্যাট মিলিয়ে একশোটি অর্ধশতরান করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে উনআশি রান করার সঙ্গে-সঙ্গেই অর্ধশতরানের সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন ধোনি। ক্রিকেট ইতিহাসে তেরোতম ক্রিকেটার হিসাবে এই মাইলফলক গড়লেন তিনি। পাশাপাশি চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে ক্রিকেটে একশোটি অর্ধশতরান করলেন মাহি। ধোনির সামনে শুধু রয়েছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি। তিনশো দুটি একদিনের ম্যাচে ছেষট্টি অর্ধশতরান করা হয়ে গেল ধোনির।

আরও পড়ুন ধোনি, পাণ্ডিয়া, চাহালের দাপটে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুর্দান্ত জয় ভারতের

নব্বইটি টেস্টে ধোনির অর্ধশতরানের সংখ্যা তেত্রিশটি। এরই পাশাপাশি আটাত্তরটি টি-টোয়েন্টি ম্যাচে একটি অর্ধশতরান রয়েছে ধোনির। বর্তমানে একদিনের ম্যাচে নহাজার সাতশো সাইত্রিশ রান করা হয়ে গেছে তাঁর। আর দুশো তেষট্টি রান করলেই একদিনের ম্যাচে দশ হাজার রান করা হয়ে যাবে ধোনির। প্রাক্তন ভারত অধিনায়কের বর্তমান ফর্ম দেখে মনে করা হচ্ছে সহজেই দশ হাজার রান করে ফেলবেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনে ম্যাচে ফের ত্রাতার ভূমিকায় দেখা গেল ধোনিকে। এদিন ম্যাচে ধোনিকে যোগ্য সংগত দেন হার্দিক পাণ্ডিয়া। তিরাশি রান করেন তিনি। একদিনের ম্যাচে এটাই পাণ্ডিয়ার সর্বোচ্চ রান।

আরও পড়ুন  গ্লাসগোর বদলা, ওকুহারাকে উড়িয়ে কোরিয়া ওপেন চ্যাম্পিয়ন সিন্ধু

.