'ডনদের তালিকায়' নাম লেখালেন ধংসাত্মক ধাওয়ান
ওয়েব ডেস্ক: স্যার ডন ব্র্যাডম্যান যেটা করেছিলেন ১৯৩০ এবং ১৯৩৪ সালে, সেটাই আরও একবার ২০১২ এবং ২০১৭ সালে করে দেখালেন বিশ্ব ক্রিকেটের 'গব্বর'। টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি। একবার নয়, নিজের ছোট্ট টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত দুবার এই বিরল নজির গড়েছেন শিখর ধাওয়ান ওরফে 'গব্বর'। বিশ্বের প্রথম বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে এই কারনামা কেবল শিখরই করে দেখিয়েছেন। এর আগে যারা টেস্ট ক্রিকেটে এই বিরল নজির স্থাপন করেছেন তাঁরা হলেন স্যার ডন ব্র্যাডম্যান (১৯৩০,১৯৩৪) এবং বীরেন্দ্র সেওয়াগ {(২০০৫, পাকিস্তান) (২০০৭, দক্ষিণ আফ্রিকা)}। উল্লেখ্য, এই দুই কিংবদন্তীই ডান হাতে ব্যাট করতেন।
২৪ টেস্টের কেরিয়ারে এখনও পর্যন্ত ৪০টি ইনিংস খেলেছেন শিখর। এর মধ্যে ২০১২ সালে নিজের অভিষেক টেস্টেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ধংসাত্মক ধাওয়ান। এরপর আবার ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে বুলেট গতিতে ব্যাট করে সেই একই নজির স্থাপন করেলন তিনি। গলেতে প্রথম দিনের দ্বিতীয় সেশনের মধ্যেই ৯০ বলে ১২৬ রান তুলেছেন শিখর। এরপর নিজের স্কোরকার্ডে আরও ৬৪ রান যোগ করেন তিনি। একটা সময় ধাওয়ানের খেলা দেখে মনে হচ্ছিল নিজের টেস্ট কেরিয়ারের প্রথম দ্বিশতরান পাওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা। কিন্তু ১৯০ রানেই নুয়ান প্রদীপের বলে আউট হয়ে ক্রিজ ছাড়েন তিনি। এরপর পূজারা, রাহানে, হার্দিকরা ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দেয়। ভারতের ইনিংস শেষ হয় ৬০০ রানে। ধাওয়ানের সঙ্গে গলেতে সেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারাও। অভিষেক টেস্টে ঝড়ের গতিতে অর্ধশতরান করে নজর কেড়েছেন হার্দিকও।