যত কাণ্ড এখন কল্যাণীতে, ডার্বির উত্তাপ মাঠ ছাড়িয়ে মাঠের বাইরে
যত কাণ্ড এখন কল্যাণীতে। ডার্বির উত্তাপ মাঠ ছাড়িয়ে মাঠের বাইরে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কল্যাণীর অস্থায়ী গ্যালারি।PWD আধিকারিকরা স্টেডিয়ামের অস্থায়ী গ্যালারির কিছু অংশ ত্রুটিপূর্ণ বলে জানিয়েছেনে। সেগুলো দ্রুত মেরামতের নির্দেশও দেওয়া হয়েছে। মোহনবাগান কল্যাণীর অস্থায়ী গ্যালারির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পর রবিবার সকাল থেকেই ততপরতা বেড়েছে সেখানে। কল্যাণীর স্টেডিয়ামের মূল গেটের ডান দিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলেছে অস্থায়ী গ্যালারি তৈরির কাজ। রবিবার সকাল থেকেই দফায় দফায় অস্থায়ী গ্যালারি পরিদর্শন করেন PWD আধিকারিক-রা। পুলিশ আধিকারিক-রা কথা বলেন স্টেডিয়াম কতৃপক্ষের সঙ্গে।
ওয়েব ডেস্ক: যত কাণ্ড এখন কল্যাণীতে। ডার্বির উত্তাপ মাঠ ছাড়িয়ে মাঠের বাইরে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কল্যাণীর অস্থায়ী গ্যালারি।PWD আধিকারিকরা স্টেডিয়ামের অস্থায়ী গ্যালারির কিছু অংশ ত্রুটিপূর্ণ বলে জানিয়েছেনে। সেগুলো দ্রুত মেরামতের নির্দেশও দেওয়া হয়েছে। মোহনবাগান কল্যাণীর অস্থায়ী গ্যালারির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পর রবিবার সকাল থেকেই ততপরতা বেড়েছে সেখানে। কল্যাণীর স্টেডিয়ামের মূল গেটের ডান দিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলেছে অস্থায়ী গ্যালারি তৈরির কাজ। রবিবার সকাল থেকেই দফায় দফায় অস্থায়ী গ্যালারি পরিদর্শন করেন PWD আধিকারিক-রা। পুলিশ আধিকারিক-রা কথা বলেন স্টেডিয়াম কতৃপক্ষের সঙ্গে।
আরও পড়ুন দেশের সবথেকে রোম্যান্টিক ঋষিমুনি, অপ্সরা ধ্যান কী ভাঙাবে, উর্বশীরাই তাঁর প্রেমে পাগল!
অস্থায়ী গ্যালারি নিয়ে বিতর্ক ওঠায় ডার্বিই অনিশ্চিত হয়ে পড়েছে। প্রশ্ন উঠছে কল্যাণী স্টেডিয়ামে অস্থায়ী গ্যালারি তৈরির সিদ্ধান্ত নিয়ে। অনেকেই মনে করছেন বড়ম্যাচের মত হাইটেনশন ম্যাচে অস্থায়ী গ্যালারি তৈরির সিদ্ধান্ত না নিলেই ভাল করত আইএফএ । কেননা PWD-র ফিট সার্টিফিকেট পেলেও বা পুলিসের অনুমতি পেলেও ডার্বির মত মেগা অস্থায়ী গ্যালারি নিয়ে ঝুঁকি থেকেই যাচ্ছে।
আরও পড়ুন বিশ্বের সবথেকে বড় ১০ ব্রিজ