IMF: পর্বত আরোহণে সর্বোচ্চ জাতীয় সম্মান পেলেন বাংলার Debabrata Mukherjee

শেষ ৩৬ বছরে ভারতীয় হিমালয়ে একাধিক পর্বতারোহণে অংশ নেন দেবব্রত মুখোপাধ্যায়।

Updated By: Nov 20, 2021, 06:02 PM IST
IMF: পর্বত আরোহণে সর্বোচ্চ জাতীয় সম্মান পেলেন বাংলার Debabrata Mukherjee
দেবব্রত মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: ২৩ বছর বয়সে পর্বতারোহণ শুরু করেছিলেন বাংলার দেবব্রত মুখোপাধ্যায় (Debabrata Mukherjee)। ৫৯ বছর বয়সে এসে পেলেন পর্বত আরোহণে সর্বোচ্চ জাতীয় সম্মান। ইন্ডিয়ান মাউনটেনিয়ারিং ফাউন্ডেশন (Indian Mountaineering Foundation, IMF) দেবব্রতর হাতে তুলে দিয়েছে 'নয়ন সিং-কিশান জীবনকৃতী সম্মান' (Nain Singh-Kishan Singh Lifetime Achievement Award 2021) ।

১৯৮৫ সালে পাহাড় জয়ের নেশা লেগেছিল দেবব্রতর। শেষ ৩৬ বছরে ভারতীয় হিমালয়ে একাধিক পর্বতারোহণে অংশ নেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য মাউন্ট ভাগীরথী-টু (২১৫১৪ ফুট, ২০০১ সাল), মেনথোসা (২১১৩৩ ফুট, ২০০৫ সাল), উজা তিরচি (২০১২০ ফুট, ২০০৫ সাল), কালিন্দি (২০৩৪৩ ফুট, ২০০৭ সাল) ও ভাগীরথী-থ্রি (৬৪৫৪ মিটার, ২০১৫ সাল)। এছাড়াও রয়েছে তিরিশের ওপর শৃঙ্গ।

আরও পড়ুন: IPL 2022: IPL-এ খেলা নিয়ে চূড়ান্ত মতামত জানিয়ে দিলেন Mahendra Singh Dhoni

দেবব্রত মাউন্ট এভারেস্টে গিয়েছিলেন উত্তর-পূর্ব রিজ রুট (NE Ridge Route) ধরে। প্রবীণতম ভারতীয় হিসাবে ওই পথ ধরে এভারেস্টে পা রাখার নজির গড়েন তিনি। বাঙালি এই পর্বতারোহী কিলিমাঞ্জারো, মাউন্ট ব্লাঁ, অ্যাকনকাগুয়া, এলব্রাস ও মাউন্ট ডেনালি অভিযানেরও চেষ্টা করেন। দেবব্রত একাধিক নতুন পথের দিশা দেখান পানপাতিয়া হিমবাহ ও চৌখাম্বা কোলের দিকে। ধুয়ানগান কোল, মালানা হিমবাহ ও অ্যানিমাল পাস ধরে মানালি থেকে মণিকরণ যাওয়ার নতুন রুট বার করেন দেবব্রত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.