Cristiano Ronaldo: অবিশ্বাস্য সিদ্ধান্ত! সৌদি আরবের ক্লাবের ২৮০০ কোটির প্রস্তাব ফেরালেন 'সি আর সেভেন'!

শোনা যাচ্ছে শেষ পর্যন্ত 'রেড ডেভিলস'-কে বিদায় জানালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাবে নাকি রোনাল্ডো যোগ দিতে চান। যদিও তাঁকে দলে নেওয়ার জন্য এক পা বাড়িয়ে রেখেছে চেলসি, পিএসজি-র মতো ক্লাব। 

Updated By: Jul 15, 2022, 10:43 PM IST
Cristiano Ronaldo: অবিশ্বাস্য সিদ্ধান্ত! সৌদি আরবের ক্লাবের ২৮০০ কোটির প্রস্তাব ফেরালেন 'সি আর সেভেন'!
বড় সিদ্ধান্ত নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) তাঁকে ছাড়তে চাইছে না। তবে 'রেড ডেলিভস'-এ (Red Devils) খেলার ইচ্ছা না থাকলেও, বিপুল অর্থের বিনিময়ে অন্য কোনও ক্লাবে নাম লেখাতে রাজি নন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। শোনা যাচ্ছে পর্তুগালের (Portugal) তারকাকে দলে পেতে মোটা অঙ্কের লোভনীয় প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের (Saudi Arabian club) একটি ক্লাব। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছন 'সি আর সেভেন' (CR 7)। কারণ হিসেবে মনে করা হচ্ছে তিনি নাকি আপাতত ইউরোপের বাইরে খেলতে চাইছেন না। 

ইএসপিএনের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। সৌদির আরবের একটি ক্লাব রোনাল্ডোকে পেতে ৩০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছিল। সঙ্গে ছিল দুই বছরে বেতন হিসেবে ২৭৫ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে অঙ্কের পরিমাণ প্রায় ২৮০০ কোটি টাকা। এই প্রস্তাবে সাড়া দিলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হতেই পারতেন রোনাল্ডো। তবে তিনি সেই রাস্তায় হাঁটলেন না। 

শোনা যাচ্ছে শেষ পর্যন্ত 'রেড ডেভিলস'-কে বিদায় জানালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাবে নাকি রোনাল্ডো যোগ দিতে চান। যদিও তাঁকে দলে নেওয়ার জন্য এক পা বাড়িয়ে রেখেছে চেলসি, পিএসজি-র মতো ক্লাব। 

এমনকি এই তালিকায় জুড়ে গিয়েছে বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদের নামও। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন হেড কোচ এরিক টেন হাগ সরাসরিই বলে দিয়েছেন, সি আর সেভেন-কে বিক্রি করা হবে না। কারণ তিনি নাকি আগামি মরসুমের পরিকল্পনায় ভাল ভাবেই আছেন। এখন এই জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। 

আরও পড়ুন: Christian Eriksen, Manchester United: ২০২৫ পর্যন্ত 'রেড ডেভিলস'এ' ক্রিশ্চিয়ান এরিকসেন

আরও পড়ুন: AIFF: জমা পড়ল সংশোধিত সংবিধান, বাজাজের বিস্ফোরক টুইট

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.