শেষ বিশ্বকাপ খেলতে জাতীয় শিবিরে যোগ দিলেন সিআরসেভেন
বিশ্বকাপে প্রথম ম্যাচেই সামনে স্প্যানিশ আর্মাডার চ্যালেঞ্জ। চাপ না নিয়ে ফুরফুরে থাকতে চাইছেন পর্তুগিজ অধিনায়ক।
নিজস্ব প্রতিবেদন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এবার মিশন বিশ্বকাপ। পর্তুগালের বিশ্বকাপ শিবিরে যোগ দিলেন সিআরসেভেন। নিজের শেষ বিশ্বকাপে অধরা ট্রফি ছুঁতে মরিয়া রিয়াল সুপারস্টার।
আরও পড়ুন- মেসি দ্য G O A T
বিশ্বকাপ প্রস্তুতিতে নেমে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর সিআরসেভেনকে বিশ্রাম দিয়েছিলেন পর্তুগিজ কোচ। বান্ধবীর সঙ্গে ছুটি কাটিয়ে ফুরফুরে মেজাজে জাতীয় দলের প্রস্তুতি শিবিরে যোগ দিলেন রিয়াল তারকা। মেসির মতই রোনাল্ডোরও সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। অধিনায়ক হিসাবে ইউরো কাপ জিতেছেন। ক্লাবের জার্সিতে প্রায় সব ট্রফিই জেতা। অধরা বলতে শুধু বিশ্বকাপটাই। রাশিয়াতেই সেই অতৃপ্তি মিটিয়ে ফেলতে চান সিআরসেভেন। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না পর্তুগিজ সুপারস্টার। আগের দুটো প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি। তবে লিসবনে আলজেরিয়ার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে খেলতে চান সিআরসেভেন। তারপর সোজা রাশিয়ায়। বিশ্বকাপে প্রথম ম্যাচেই সামনে স্প্যানিশ আর্মাডার চ্যালেঞ্জ। চাপ না নিয়ে ফুরফুরে থাকতে চাইছেন পর্তুগিজ অধিনায়ক।
আরও পড়ুন- জাতীয় সঙ্গীত বিতর্কে মুখ খুললেন তামিম ইকবাল