মেসি দ্য G O A T
ম্লান মেসি। বিশ্বকাপ না পাওয়া অতৃপ্ত মেসি বলছেন, “সেরা নই, আমি খুব সাধারণ ফুটবলার। খেলার মাঠে আমরা সবাই সমান”।
নিজস্ব প্রতিবেদন: গ্রেটেস্ট অব অল টাইম (G O A T )। মেসি কে এই সম্মানেই সম্মানিত করল মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ‘পেপার’।
সোমবার ‘লিও মেসি ইজ দ্য G O A T’- নামক একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওই মার্কিন ম্যাগাজিন। আর্জেন্টাইন হিরো-কে ‘সর্বোচ্চ সম্মান’ প্রদান করে প্রতিবেদন লেখেন স্প্যানিশ সঞ্চালিকা জেমা সোলা। সেটি ইংরাজিতে ভাষান্তর করেন মেলিসা কিটসন। এবং এই গোটা উপস্থাপনায় ‘G O A T’-এর সঙ্গে ফুটবল যুবরাজের ছবি তুলে আলোড়ন সৃষ্টি করেছেন কাতালুনিয়ান চিত্রগ্রাহক কার্লস ক্যারাবি।
যদিও মেসিকে এখনই সর্বকালের সেরা বলায় অনেকেই ‘পেপার’-এর সমালোচনা করেছে। সমালোচকদের একাংশের প্রশ্ন বিশ্বকাপ জয়ী ‘ফুটবল সম্রাট’ পেলে, ‘ফুটবলের ঈশ্বর’ মারাদোনাকে ছেড়ে কোন যুক্তিতে মেসিকে এই সম্মান দেওয়া হল! এমনকী ইউরো কাপ জয়ী পর্তুগিজ তারকা রোনাল্ডোকে এই সম্মানের দাবিদার হিসেবেই দেখছেন অনেকে।
যদিও ‘পেপার’-এর তরফে মেসিকে ‘মাসিহা’ করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে পাঁচ পাঁচটা ব্যালন ডি’অর খেতাব জয়, বার্সেলোনার হয়ে ৩২টি ট্রফি জয়-সহ অলিম্পিকে সোনা জয়ের মত শতাধিক কৃতিত্বকে।
Por cierto que las coestrellas de la portada de @papermagazine son de la “Granja Natura” de Navàs, una granja-escuela muy cerca del set de rodaje, y estuvieron súper mimadas en todo momento. El cabrito se lo pasó en grande posando con Messi #goat pic.twitter.com/S9TsYdK3sy
— Gemma Soler (@gemma_soler) June 4, 2018
অন্যদিকে, এমন সম্মান পাওয়ার পরও ম্লান মেসি। বিশ্বকাপ না পাওয়া অতৃপ্ত মেসি বলছেন, “সেরা নই, আমি খুব সাধারণ ফুটবলার। খেলার মাঠে আমরা সবাই সমান”।