'সবাই' গোল করলেন, কারণ মেসি গোল করালেন
প্যারাগুয়ে কে ৬-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। শনিবার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কোপা কাপের আয়োজক দেশ চিলি।
ওয়েব ডেস্ক: প্যারাগুয়ে কে ৬-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। শনিবার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কোপা কাপের আয়োজক দেশ চিলি।
বিশ্বকাপ দিতে পারেননি রাজপুত্র। কোপা দিতে পারবেন কি না, তা জানতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, বুধবার ভোরে তাঁর পা সবুজ ঘাসে যে শিল্পের ছোঁয়া রেখে গেল, তা মনে থাকবে অনেকদিন। প্যারাগুয়েকে নিয়ে স্রেফ ছেলেখেলা করলেন লিওনেল মেসি, ডি মারিয়ারা। কোয়ার্টারে ব্রাজিলকে হারিয়ে যে স্বপ্নের ফানুস তৈরি করেছিলেন লুকাস ব্যারিওসরা, সেই ফানুসটা নিমেষে চুপসে গেল। প্যারাগুয়ের তিন কাঠির ভিতর থেকে বল কুড়িয়ে আনতে হল ছ-ছবার। যার মধ্যে তিনটে গোলের পিছনেই রাজপুত্রের জাদুকাঠির ছোঁয়া। একেই বোধহয় বলে মেসি ম্যাজিক। পনেরো মিনিটে ফ্লাডগেটটি খুলে দেন ডিফেন্ডার মার্কোস রোজো। এরপর জেভিয়ার পাস্তোর। দুটি গোলই সাজিয়ে দেন মেসি। প্যারাগুয়ে ধ্বংসের দেওয়াল লিখনটা বোধহয় তখনই লেখা হয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের বন্যা। জোড়া গোল ডি মারিয়ার। প্যারাগুয়ের কফিনে শেষ পেরক পুঁতে দেন সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়েন। এবার শনিবারের অপেক্ষা। সান্তিয়াগো বার্নাবিউ সেজে উঠেছে। ফুটবলের যুবরাজ কি পারবেন? প্রশ্নের উত্তরটা কিন্তু আজই দিয়ে দিয়েছেন এদিন।