লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে হারিয়ে নাটকীয় জয় পেল চেলসি

ওয়েব ডেস্ক: লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে হারিয়ে নাটকীয় জয় পেল চেলসি। খেলা শেষ হওযার তিন মিনিট আগে অ্যান্টনিও কোন্তের দলকে জয় এনে দিলেন মার্কোস অল্যান্সো। স্প্যানিয়ার্ডের জোড়া গোলেই এবারের ইপিএলে প্রথম জয় পেল ব্লুজরা। রবিবার ওয়েম্বলিতে লন্ডন ডার্বিই ছিল চেলসি কোচ হিসাবে অ্যান্টনিও কোন্তের পঞ্চাশতম ম্যাচ। প্রথম ম্যাচ হারায় এই ম্যাচে বেশ চাপে ছিলেন ইতালীয় কোচ। তবে চব্বিশ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে চেলসিকে এগিয়ে দেন মার্কোস অল্যান্সো।

আরও পড়ুন রিয়াল বেটিসকে হারিয়ে লা লিগার শুরুতেই ছন্দে ফিরল বার্সেলোনা

দ্বিতীয়ার্ধে উইলিয়ানের শট পোস্টে না লাগলে জয় নিশ্চিত করে ফেলতে পারত চেলসি। তবে খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে চেলসির মিচি বাতসুয়াইয়ের আত্মঘাতী গোল ম্যাচ জমিয়ে দেয়। যখন মনে হচ্ছিল ফের পয়েন্ট নষ্ট করতে চলেছে চেলসি,তখনই অল্যান্সোর দ্বিতীয় গোল। দুই-এক গোলে জিতে তিন পয়েন্ট নিশ্চিত করে কোন্তের দল।

আরও পড়ুন  জয় দিয়ে লা লিগা অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ

 

English Title: 
chelsea win against tottenham
News Source: 
Home Title: 

লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে হারিয়ে নাটকীয় জয় পেল চেলসি

লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে হারিয়ে নাটকীয় জয় পেল চেলসি
Yes
Is Blog?: 
No
Section: