ইন্ডিয়া ওপেনে সিন্ধুর কাছে হারের বদলা নিলেন ক্যারোলিনা মারিন
দুজনের লড়াইটা গত এক বছর ধরে ব্যাডমিন্টন সার্কিটে উপভোগ করছেন সবাই। এবার, ইন্ডিয়া ওপেনে হারের বদলা নিলেন ক্যারোলিনা মারিন। পিভি সিন্ধুকে স্ট্রেট গেমে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার সিরিজের সেমিফাইনালে পৌছলেন তিনি। মাত্র পঁয়ত্রিশ মিনিটেই থেমে যায় ছন্দহীন সিন্ধুর লড়াই। এর আগে পরপর দুবার সিন্ধুর কাছে হারতে হয়েছিল মারিনকে।
ওয়েব ডেস্ক: দুজনের লড়াইটা গত এক বছর ধরে ব্যাডমিন্টন সার্কিটে উপভোগ করছেন সবাই। এবার, ইন্ডিয়া ওপেনে হারের বদলা নিলেন ক্যারোলিনা মারিন। পিভি সিন্ধুকে স্ট্রেট গেমে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার সিরিজের সেমিফাইনালে পৌছলেন তিনি। মাত্র পঁয়ত্রিশ মিনিটেই থেমে যায় ছন্দহীন সিন্ধুর লড়াই। এর আগে পরপর দুবার সিন্ধুর কাছে হারতে হয়েছিল মারিনকে।
আরও পড়ুন সহজ জয়ের সুযোগ হাতছাড়া, দু'পয়েন্ট মাঠেই ফেলে দিয়ে এল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
অন্যদিকে, ফের শিরোনামে বাংলার শুটার মেহুলি দাস। এবার নয়া জাতীয় রেকর্ড গড়ার জন্য। দিল্লিতে ট্রায়ালে চারশো সতেরো দশমিক এক পয়েন্ট অর্জন করে নয়া রেকর্ড গড়লেন জুনিয়র শুটিংয়ে শীর্ষে থাকা মেহুলি। দশ মিটার এয়ার রাইফেল বিভাগে এই রেকর্ড গড়লেন তিনি।
আরও পড়ুন চিনের কোম্পানির কাছে বিক্রি হয়ে গেল এসি মিলান ক্লাব