সিএবি-র শাসকগোষ্ঠির তরজা চরমে

বাংলা থেকে একজন ক্রিকেটারও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে সুযোগ না পাওয়ায় সিএবি-র শাসকগোষ্ঠির মধ্যেই তৈরি হয়েছে দ্বন্দ্ব। শাসক গোষ্ঠির গৌতম দাশগুপ্ত অনুগামীরা সরাসরি এর জন্য দায়ী করেছেন সিএবি সভাপতি জগমোহন ডালমিয়াকে।

Updated By: Nov 8, 2012, 08:37 PM IST

বাংলা থেকে একজন ক্রিকেটারও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে সুযোগ না পাওয়ায় সিএবি-র শাসকগোষ্ঠির মধ্যেই তৈরি হয়েছে দ্বন্দ্ব। শাসক গোষ্ঠির গৌতম দাশগুপ্ত অনুগামীরা সরাসরি এর জন্য দায়ী করেছেন সিএবি সভাপতি জগমোহন ডালমিয়াকে। সিএবি কর্তা শরদিন্দু পাল বলেছেন, বোর্ড সভাপতির কাছের লোক হয়েও কেন মনোজদের জন্য সোচ্চার হচ্ছেন না জগমোহন ডালমিয়া।
তাঁর মতে পারফরম্যান্স করেও মনোজ-ঋদ্ধিরা নির্বাচকদের চোখে ব্রাত্য হয়ে পড়ছেন। এটা জেনেও কিছু বলছেন না ডালমিয়া। সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া অবশ্য এই অভিযোগকে গুরুত্ব দিতে রাজি নন। তিনি মনোজদের ব্যাপারে একদম তাড়াহুড়ো করতে চান না। ডালমিয়া বলেন যাঁরা তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন তাঁরা আখেরে মনোজদের ক্ষতি করতে চাইছেন।

.