Arun Lal Wedding: বাংলার কোচ অরুণ লালকে এই বিশেষ ভূমিকাতেই দেখতে চান তাঁর স্ত্রী
ক্যানসারের মতো মারণ রোগকে হারিয়ে ভারতের প্রাক্তন ওপেনার ফিরে এসেছেন। সেই লড়াটটা কঠিন ছিল বলেই জানান বুলবুল।
অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ফের বিয়ের পিঁড়িতে অরুণ লাল (Arun Lal Wedding)। সোমবার অর্থাৎ আজ বাংলার বর্তমান কোচের দ্বিতীয় বিয়ে তাঁর দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহার (Bulbul Saha) সঙ্গে। গতকাল রাতেই রেজিস্ট্রি সম্পন্ন হয়ে গিয়েছে অরুণলাল-বুলবুলের (Arun Lal-Bulbul Saha)। রেজিস্ট্রির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পাত্রী। তিনি লিখেছেন, "অফিশিয়ালি মিসেস লাল, পরিবার ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানাই এই সমর্থনের জন্য।" নতুন জীবন শুরুর পর বুলবুলের সঙ্গে কথা বলেছে জি ২৪ ঘণ্টা। ফোনে বুলবুল জানিয়েছেন যে, তিনি ভবিষ্যতে অরুণ লাল কোথায় দেখতে চান ও এই যুগলের কী পরিকল্পনা।
বুলবুল বলছেন, "সত্যিই আজ খুব ভাল লাগছে। অত্যন্ত আনন্দের ও সুন্দর এই অনুভূতি। একে-অপরকে এতদিন ভালবেসেছি। সেই সম্পর্ক এবার বিয়েতে পরিণত হয়েছে। মানুষ অরুণ লাল আমার কাছে সবচেয়ে প্রিয় তাঁর নম্রতা ও সারল্যের জন্য। একেবারে মাটির মানুষ। পশু-পাখি বড্ড ভালবাসে।" বুলবুলের থেকে জানতে চাওয়া হয়েছিল যে, তিনি অরুণলালের পাশে কীভাবে থাকতে চান এবং বিয়ের পর তাঁরা এক সঙ্গে কোথায় ঘুরতে যেতে চাইবেন। বুলবুল বলেন, "আমি ওকে সবরকম ভাবে সাহায্য করতে চাই। যাতে ও যে কাজটা করে, সেটা আরও ভাল ভাবে করতে পারে। ওর চাপটা যেন কমে। আমি চাই অরুণ লালকে ধারাভাষ্যকার হিসাবে দেখতে। ও বিশ্বের অন্যতম সেরা ধারাভাষ্যকার। তবে এই মুহূর্তে আমাদের কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। আমি সেন্ট পলস মিশন স্কুলে ইংরাজি পড়াই। ১৭ থেকে ১ পর্যন্ত আমার খাতা দেখার ব্যাপার রয়েছে। তবে আমি বাংলা রঞ্জি দলের সঙ্গে থাকতে চাই। বিসিসিআই যদি অনুমতি দেয়, তাহলে অরুণ বাংলা দলের সঙ্গে যেখানে যাবে, সেখানে আমি যেতে চাই।"
ক্যানসারের মতো মারণ রোগকে হারিয়ে ভারতের প্রাক্তন ওপেনার ফিরে এসেছেন। সেই লড়াটটা কঠিন ছিল বলেই জানান বুলবুল। তিনি বলছেন, "ওই সময় অরুণ সলিড কিছু খেতে পারত না। আমি লিকুইউ ঘুঁটে ওকে খাইয়ে দিতাম। একেবারে বাচ্চাদের মতো। মাঝেমধ্যে রেগে যেত ঠিকই। তবে আমরা দু'জনে পজিটিভ ছিলাম যে, এই লড়াই জিতবই। ঈশ্বরের আশীর্বাদ তো ছিলই। পাশাপাশি আমি অরুণলালকে বলতাম যে, ও প্রতিদিন পশুপাখিদের খাওয়াত, সেটারও আলাদা তাৎপর্য রয়েছে। ও যেন কখনও এটা বন্ধ না করে।" ৬৬ বছর বয়সে এসে অরুণ লাল কেন ৩৭ বছরের পাত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন? এমন প্রশ্নই অনেকের মাথায় এসেছে। যেখানে তাঁর প্রথম স্ত্রী জীবিত। আসলে অরুণ লালের প্রথম স্ত্রী রীনা অসুস্থ। তাঁর অসুস্থতার কথা জানেন বুলবুলও। শোনা যাচ্ছে রীনা দেবীর শুশ্রূষাও করবেন তিনি।
আরও পড়ুন: MS Dhoni-Dale Steyn: ধোনির অটোগ্রাফ নিলেন স্টেইন! হতবাক অনুরাগীরা, ভাইরাল ছবি