ক্রিকেটের ঝালমুড়ি আর চিয়ারকন্যার নন, বাইকবাজরাই এখন ক্রিকেটের পপকর্ন
ক্রিকেটকে পুরো বিনোদনে মুড়িয়ে দিতে চিয়ারকন্যাদের উদয় হয়েছিল। আইপিএল দেখতে গিয়ে সেওয়াগ, গেইলদের মার দেখার ফাঁকে চিয়ারলিডার্সরা ছিলেন অনেকটা পপকর্নের মত ব্যবহার করা হত। কিন্তু নীতিবোধ আর সমালোচনার চাপে চিয়ারলির্ডাসদের বিদায় জানানো হয়েছে আইপিএল থেকে। সময় বদলেছে, চিয়ারলির্ডাস দিয়ে ক্রিকেট ঘুম কাটানোর উপায়টাও এখন পুরনো হয়ে গিয়েছে। তাই ক্রিকেট ব্যবসায়ীদের মাথা থেকে বের হয়েছে ক্রিকেট বিনোদনকে আলাদা মাত্রা দিতে একটা নতুন পরিকল্পনা।
---------------------------------------------------------------------------
ক্রিকেটকে পুরো বিনোদনে মুড়িয়ে দিতে চিয়ারকন্যাদের উদয় হয়েছিল। আইপিএল দেখতে গিয়ে সেওয়াগ, গেইলদের মার দেখার ফাঁকে চিয়ারলিডার্সরা ছিলেন অনেকটা পপকর্নের মত ব্যবহার করা হত। কিন্তু নীতিবোধ আর সমালোচনার চাপে চিয়ারলির্ডাসদের বিদায় জানানো হয়েছে আইপিএল থেকে। সময় বদলেছে, চিয়ারলির্ডাস দিয়ে ক্রিকেট ঘুম কাটানোর উপায়টাও এখন পুরনো হয়ে গিয়েছে। তাই ক্রিকেট ব্যবসায়ীদের মাথা থেকে বের হয়েছে ক্রিকেট বিনোদনকে আলাদা মাত্রা দিতে একটা নতুন পরিকল্পনা।
অস্ট্রেলিয়ার `আইপিএল`বিবিএল (বিগ ব্যাস লিগে) সেই রকমই এক চিত্র ধরা হল। চিয়ারলির্ডাসদের বদলে ব্যবহার করা হল বাইকবাজদের।রবিবার বিবিএল-এর এক ম্যাচের আগে এমনই হল। ক্রিকেট শুরুর আগে বাইকের বিভিন্নরকম চোখধাঁধানো খেলা দেখানো হল। একেবারে পেশাদার বাইক স্ট্যান্টরা খেলা দেখালেন। চিয়ারলির্ডাসরা যেমন শরীরী বিভঙ্গে মাতিয়ে রাখেন, ঠিক তেমনই করলেন বাইকবাজরা। হাততালিও পড়ল অনেক।
অনেকেই বললেন, এটা দারুণ এখটা আইডিয়া। বিবিএল-এর বাইকবাজি আবার চিয়ারলির্ডাস নিষিদ্ধ আইপিএল-এ ঢুকে পড়বে না তো! তবে কী শঙ্কা একটাই। আজকের বাইকবাজি সত্বেও স্টেডিয়ামে লোক ভরল না। অনেকটা ফাঁকা স্টেডিয়ামেই চলল বাইকবাজি।