এগোলেন ভূপতি, ডাবলসে হেরেও মিক্সড ডাবলসে জয় বোপান্নার

অস্ট্রেলিয়ান ওপেনের ষষ্ঠ দিনটা ভালমন্দ মিশিয়ে কাটল ভারতের। টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন মহেশ ভূপতি ও তাঁর কানাডিয়ান সঙ্গী ড্যানিয়াল নেস্টার। এদিকে পুরুষদের ডাবলসে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও মিক্সড ডাবলসে এগোলেন রোহন বোপান্না। শনিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রোমানিয়া-স্লোভাকিয়া জুটিকে ৬-১, ৭-৬ ফলে হারিয়ে দেন ভূপতি-নেস্টার জুটি। পুরুষদের অপর ডাবলসে অবাছাই ইতালির বলিলি-ফগনেনি জুটির কাছে অপ্রত্যাশিত ভাবে ২-৬, ৬-৭-এ হেরে যান রোহন বোপান্না-রাজীব রাম। কিন্তু পরে মিক্সড ডাবলসে চাইনার সু ওয়েই সঙ্গে জুটি বেঁধে অসি-আমেরিকান জুটিকে ৬-৩, ৬-৩-এ হারিয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন বোপান্না।

Updated By: Jan 19, 2013, 10:18 PM IST

অস্ট্রেলিয়ান ওপেনের ষষ্ঠ দিনটা ভালমন্দ মিশিয়ে কাটল ভারতের। টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন মহেশ ভূপতি ও তাঁর কানাডিয়ান সঙ্গী ড্যানিয়াল নেস্টার। এদিকে পুরুষদের ডাবলসে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও মিক্সড ডাবলসে এগোলেন রোহন বোপান্না। শনিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রোমানিয়া-স্লোভাকিয়া জুটিকে ৬-১, ৭-৬ ফলে হারিয়ে দেন ভূপতি-নেস্টার জুটি। পুরুষদের অপর ডাবলসে অবাছাই ইতালির বলিলি-ফগনেনি জুটির কাছে অপ্রত্যাশিত ভাবে ২-৬, ৬-৭-এ হেরে যান রোহন বোপান্না-রাজীব রাম। কিন্তু পরে মিক্সড ডাবলসে চাইনার সু ওয়েই সঙ্গে জুটি বেঁধে অসি-আমেরিকান জুটিকে ৬-৩, ৬-৩-এ হারিয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন বোপান্না।
অন্যদিকে, অসি ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন অ্যান্ডি মারে। তৃতীয় রাউন্ডে তাঁর প্র্যাক্টিস পার্টনার রিকার্ডাস বেরাঙ্কিসকে ৬-৩, ৬-৪, ৭-৫ পাঁচ গেমে হারিয়ে দেন মারে। এদিকে সেরেনা উইলিয়ামসকে বর্তমানের সেরা মহিলা টেনিস তারকা বলে বর্ণনা করলেন মার্টিনা নাভ্রাতিলোভা। কিংবদন্তি এই মহিলা টেনিস তারকার ধারণা যে সেরেনা সবরকম রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। এখন পর্যন্ত ১৫টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন সেরেনা।
 

.