দু বছর পর জাতীয় দলে ভাজ্জির প্রত্যাবর্তন, বাংলাদেশে পূর্ণশক্তির দলই পাঠাচ্ছে ভারত

আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সকে ফাইনালে তোলার পরদিনই দারুণ একটা খবর পেলেন হরভজন সিং। দু বছরেরও বেশি সময় (২৭ মাস) পর দেশের জার্সি আবার ফিরে পেলেন ভাজ্জি। ওয়াংখেড়েত ধোনির দলকে হারিয়ে ফাইনালে ওঠার পর হরভজন বলেছিলেন, তিন প্রতিদিন স্বপ্ন দেখেন দেশের জার্সিতে ফের তিনি খেলবেন। ভাজ্জির সেই স্বপ্ন সত্যিটা করে দিলেন নির্বাচকরা। ২০১৩ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন হরভজন।

Updated By: May 20, 2015, 02:06 PM IST
দু বছর পর জাতীয় দলে ভাজ্জির প্রত্যাবর্তন, বাংলাদেশে পূর্ণশক্তির দলই পাঠাচ্ছে ভারত

ওয়েব ডেস্ক: আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সকে ফাইনালে তোলার পরদিনই দারুণ একটা খবর পেলেন হরভজন সিং। দু বছরেরও বেশি সময় (২৭ মাস) পর দেশের জার্সি আবার ফিরে পেলেন ভাজ্জি। ওয়াংখেড়েত ধোনির দলকে হারিয়ে ফাইনালে ওঠার পর হরভজন বলেছিলেন, তিন প্রতিদিন স্বপ্ন দেখেন দেশের জার্সিতে ফের তিনি খেলবেন। ভাজ্জির সেই স্বপ্ন সত্যিটা করে দিলেন নির্বাচকরা। ২০১৩ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন হরভজন।

ভাজ্জি ছাড়া বাংলাদেশ সফরে ভারতীয় দল প্রত্যাশামতই গঠিত হয়েছে। বিশ্রাম জল্পনা উড়িয়ে টেস্টে দেশকে নেতৃত্বে দেবেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরে যাওয়া দলটাকেই মোটামুটি রেখে দেওয়া হল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে। বাংলার একমাত্র প্রতিনিধি হাসেব টেস্ট দলে আছেন ঋদ্ধিমান সাহা। তবে ওয়ানডে দলে ঠাঁই হল না ঋদ্ধির।

জল্পনা উড়িয়ে শেষ অবধি বাংলাদেশের ওয়ানডে সিরিজ পূর্ণশক্তির দলই পাঠাচ্ছে ভারত। শোনা যাচ্ছিল বিরাট কোহলি, আজিঙ্কা রাহানেকে বিশ্রাম দিয়ে তরুণ ক্রিকেটারদের পাঠানো হতে পারে। কিন্তু কোনও ঝুঁকি না নিয়ে ধোনির নেতৃত্বে পূর্ণশক্তির দলকেই পাঠাচ্ছে বোর্ড। বিশ্বকাপে দলে থাকা একমাত্র ক্রিকেটার হিসাব শুধু বাংলার মহম্মদ সামিই দল নেই। চোটের কারণে আইপিএলে খেলতে পারেননি সামি। সামির চোট এখনও না সারায় সুযোগ পেলেন ধবল কুলকার্নি।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সিরিজ শুরু হচ্ছে টেস্ট ম্যাচের মাধ্যমে।  একমাত্র টেস্টটি শুরু হবে ১০ জুন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৮ জুন।

টেস্টে ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, কর্ণ শর্মা, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুন অ্যারোন, ইশান্ত শর্মা।
   
ওয়ানডে-তে ভারতীয় দল- মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধবল কুলকার্নি।

Test: Virat (C), Vijay, Shikhar, KL Rahul, Pujara, Rahane, Rohit, Saha, Ashwin, Harbhajan, Karn, Bhuvi, Umesh, Varun, Ishant

ODIs for B'desh: MSD (C), Rohit, Rahane, Shikhar, Virat, Raina, Rayudu, Ashwin, Jadeja, Axar, Bhuvi, Umesh, Mohit, Binny, Dhawal

.