বাদ হরভজন : ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে দলে নেই হরভজন সিং। আর এই নিয়ে ক্রিকেট মহলে বিতর্ক দেখা দিয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে দলে নেই হরভজন সিং। নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেই দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে একঝাঁক তরুণ বোলারদের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।একদিনের দল থেকে হরভজন বাদ গেলেও,ভাজ্জির কামব্যাকের ব্যাপারে আশাবাদী মহারাজ। তাঁর মতে ইংল্যান্ডে ব্যর্থতার পর কাউকে না কাউকে বাদ পড়তেই হত।
ভাজ্জির দল থেকে বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিষেণ সিং বেদি।পাশাপাশি হরভজনকে আরও বেশি ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শও দিয়েছেন তিনি।বর্তমান ক্রিকেটারদের কটাক্ষ করে বেদী বলেন, ক্রিকেটারদের অ্যটিটিউড ছাড়া ক্রিকেটে সব কিছু আগের মতই আছে। অন্যদিকে হরভজনের ব্যাপারেএকদম ভিন্ন মন্তব্য করলেন কপিল দেব। নির্বাচকদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে শ্রীকান্তদের পাশে দাঁড়িয়েছেন তিনি। দলের উন্নতির জন্য মাঝে মাঝে কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করে কপিল দেব।