ফেডারেশন কাপ সালগাঁওকরের

ফেডারেশন কাপ জয়ের হ্যাটট্রিক অধরাই থেকে গেল  ইস্টবেঙ্গলের কাছে। ইস্টবেঙ্গলকে তিন-এক গোলে হারিয়ে উনিশশো সাতানব্বই সালের পর আবার দেশের সেরা নক আউট টুর্নামেন্ট জিতল করিমের সালগাঁওকর.

Updated By: Sep 29, 2011, 08:37 PM IST

ফেডারেশন কাপ জয়ের হ্যাটট্রিক অধরাই থেকে গেল  ইস্টবেঙ্গলের কাছে।ইস্টবেঙ্গলকে তিন-এক গোলে হারিয়ে উনিশশো সাতানব্বই সালের পর আবার দেশের সেরা নক আউট টুর্নামেন্ট জিতল করিমের সালগাঁওকরচোট পাওয়া মেহেতাব হোসেন,রাজু গায়কোয়াড়কে প্রথম একাদশে রেখে ঝুঁকি নিয়েছিলেন মরগ্যান।সেই ঝুঁকিই শেষঅবধি ইস্টবেঙ্গলকে ছিটকে দিল ফেডারেশন কাপ থেকে।খেলার তিন মিনিটের মধ্যেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে অধিনায়ক মেহেতাবকে।পরের মিনিটেই চিড্ডির দুরন্ত গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল।প্রথমার্ধের মাঝামাঝি ফ্রান্সিস ফার্নান্ডেজের গোলে ব্যবধান বাড়ায় গোয়ার দলটি।যদিও বিরতির আগেই পেনাল্টি থেকে ব্যবধান কমান ইস্টবেঙ্গলের স্কটিশ মিডফিল্ডার অ্যালান গও।ফেডারেশন কাপে আগের সবকটা ম্যাচেই দ্বিতীয়ার্ধে জ্বলে উঠেছেন টোলগেরা।সেইমত বিরতির পর মরিয়া হয়ে ঝাঁপান ভাসুম,নওবারা।পেনের জায়গায় মরগ্যান নামান টোলগেকে।কিন্তু সুয়েকাকে নামিয়ে পাল্টা বাজিমাত করেন করিমও।কাউন্টার অ্যাটাক থেকে সুয়েকার গোল লাল-হলুদের যাবতীয় লড়াইয়ে ইতি টেনে দেয়।আই লিগের পর ফেডারেশন কাপ জয়...কোচ করিম বেঞ্চিরিফার সেরা সময় চলছেই।গতবছর গোয়ায় সালগাঁওকরের কাছে হেরে আই লিগ হাতছাড়া হয়েছিল ইস্টবেঙ্গলের।এবার সেই করিমের দলের কাছে হেরে ফেডরাশন কাপ হাতছাড়া করল মরগ্যানের দল।

.