অরিন্দম, লক্ষ্ণীর লড়াই মাঠেই মারা গেল

রঞ্জি ট্রফিতে বাংলার ব্যর্থতা অব্যাহত। মুম্বইকে ২৯৭ রানে আটকে রাখার অ্যাডভান্টেজ নিতে ব্যর্থ মনোজ তেওয়ারিরা। রবিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মাত্র ২০১ রানে গুটিয়ে যায় বাংলার প্রথম ইনিংস। অরিন্দম দাসের অপরাজিত ৯৮ রানের ইনিংস ছাড়া কেউই দাঁড়াতে পারেননি মুম্বইয়ের বোলারদের সামনে। ৪৯ রান করেন অধিনায়ক মনোজ। দিনের শুরুটা অবশ্য ভালই হয়েছিল বাংলার।

Updated By: Dec 2, 2012, 11:30 PM IST

মুম্বই: ২৯৭, ১০/০। বাংলা: ২০১
রঞ্জি ট্রফিতে বাংলার ব্যর্থতা অব্যাহত। মুম্বইকে ২৯৭ রানে আটকে রাখার অ্যাডভান্টেজ নিতে ব্যর্থ মনোজ তেওয়ারিরা। রবিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মাত্র ২০১ রানে গুটিয়ে যায় বাংলার প্রথম ইনিংস। অরিন্দম দাসের অপরাজিত ৯৮ রানের ইনিংস ছাড়া কেউই দাঁড়াতে পারেননি মুম্বইয়ের বোলারদের সামনে। ৪৯ রান করেন অধিনায়ক মনোজ। দিনের শুরুটা অবশ্য ভালই হয়েছিল বাংলার।
মাত্র ৩৩ রানের মধ্যে মুম্বইয়ের বাকি তিনটি উইকেট তুলে নেন বাংলার বোলাররা। ৩৮ রানে পাঁচ উইকেট পান লক্ষ্মী। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না বাংলার ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে পিছিয়ে থেকে আপাতত ব্যাকফুটে বাংলা। 

.