পিছিয়ে থেকেও ওডাফার কীর্তিতে বাগানে এক পয়েন্ট

ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে থেকেও পুণে থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে মোহনবাগান। নাটকীয় এই পয়েন্ট জয় সম্ভব হল ওডাফার গোলক্ষুধার জন্য। ওডাফার জোড়া গোলের সৌজন্যে পুণে এফসির বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ ড্র করল মোহনবাগান। তিনটি অ্যাওয়ে ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরছেন করিমের ছেলেরা। ডার্বির আগে শেষ অ্যাওয়ে ম্যাচে কিছুটা স্বস্তি নিয়ে কলকাতায় ফিরছে করিমের মোহনবাগান। পুণে এফসির বিরুদ্ধে ম্যাচে শেষ মূহুর্তে ওডাফার জোড়া গোল মুখরক্ষা করল করিম বেঞ্চিরিফার।

Updated By: Dec 2, 2012, 11:18 PM IST

মোহনবাগান (২) পুণে এফসি (২)
ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে থেকেও পুণে থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে মোহনবাগান। নাটকীয় এই পয়েন্ট জয় সম্ভব হল ওডাফার গোলক্ষুধার জন্য। ওডাফার জোড়া গোলের সৌজন্যে পুণে এফসির বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ ড্র করল মোহনবাগান। তিনটি অ্যাওয়ে ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরছেন করিমের ছেলেরা। ডার্বির আগে শেষ অ্যাওয়ে ম্যাচে কিছুটা স্বস্তি নিয়ে কলকাতায় ফিরছে করিমের মোহনবাগান। পুণে এফসির বিরুদ্ধে ম্যাচে শেষ মূহুর্তে ওডাফার জোড়া গোল মুখরক্ষা করল করিম বেঞ্চিরিফার।
ওডাফার সৌজন্যে মোহনবাগান-পুণে এফসি ম্যাচ অবশেষে ২-২ ফলে অমীমাংসিত হয়। ম্যাচের ৩০ মিনিটে চিকা ওয়ালির গোলে এগিয়ে যায় পুনে এফসি। খেলার ৭৬ মিনিটে খেনতাং পাইতের বদলি হিসেবে মাঠে নামা ইজুমির আরাতার গোলে আবার এগিয়ে যায় ডেরেক পেরেরার দল। সবুজ-মেরুন সমর্থকরা যখন ধরেই নিয়েছেন দলের নিশ্চিত হার,ঠিক তখনই জ্বলে উঠলেন ওডাফা ওকেলি। ৭৭ মিনিটে নির্বীষ শটে গোল করে যান ওডাফা। আবার ৮৪ মিনিটে বাগানের পরিত্রাতা হয়ে উঠলেন সেই ওডাফাই। অবশেষে ২-২ গোলে ম্যাচ অমীমাংসিত রেখে তিনটি অ্যাওয়ে ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরছে করিমের মোহনবাগান।

.