মনোজদের তিন পয়েন্ট, তবু ইডেন জুড়ে হতাশা
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচটা ভালই হল বাংলার কাছে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে রঞ্জি ট্রফিতে গত দুবারের চ্যাম্পিয়ন রাজস্থানের বিরুদ্ধে তিন পয়েন্ট পেল বাংলা। চ্যাম্পিয়নদের বিরদ্ধে তিন পয়েন্ট পেয়ে প্রতিয়োগিতা শুরু করাটা সুখবরের ব্যাপার হলেও ইডেন জুড়ে শুধুই হতাশা। ইডেনে আজকের ম্যাচের থেকেও অনেক বেশি নজরে ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দল নির্বাচনের দিকে।
বাংলা: ২৫৮, ২৩৯/৯ (ডি:)। রাজস্থান: ১৬১, ১৮১/৩
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচটা ভালই হল বাংলার কাছে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে রঞ্জি ট্রফিতে গত দুবারের চ্যাম্পিয়ন রাজস্থানের বিরুদ্ধে তিন পয়েন্ট পেল বাংলা। চ্যাম্পিয়নদের বিরদ্ধে তিন পয়েন্ট পেয়ে প্রতিয়োগিতা শুরু করাটা সুখবরের ব্যাপার হলেও ইডেন জুড়ে শুধুই হতাশা। ইডেনে আজকের ম্যাচের থেকেও অনেক বেশি নজরে ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দল নির্বাচনের দিকে। সবার একটাই কৌতূহল মনোজ সুযোগ পেলেন কি? মনোজকে ব্রাত্য রেখে দেওয়ার খবরটা যখন এল তখন ইডেন জুড়ে শুধুই হতাশা।
সিএবির কর্তারা, প্রাক্তন ক্রিকেটাররা বোর্ডের বিরুদ্ধে বিষেদগার করলেন। মনোজকে দেখে বোঝা গেল তিনিও বেশ হতাশ। ম্যাচের শেষে বাংলার অধিনায়ককে সান্ত্বনা দিতেও ছুটে এলেন রাজস্থানের ক্রিকেটাররা। কে বলবে আজ কানিতকররা মনোজের প্রতিপক্ষ সতীর্থ নয়। মনোজের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন বাংলা থেকে বঞ্চিত হওয়া আরও এক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা।
এমনিতে গতকালই অনেকটা ঠিক হয়ে গেছিল ম্যাচের ভাগ্যে কি ঘটতে চলেছে। গতকালই প্রথম ইনিংসে এগিয়ে থেকে তিন পয়েন্ট অনেকটা নিশ্চিত করে ফেলেছিলেন মনোজরা। বাংলাকে সরাসরি জিততে হলে দিনের প্রথম কয়েক ঘন্টা অপ্রত্যাশিত কিছু ঘটতে হত। কিন্তু সেরকম কিছুই ঘটল না। উল্লেখযোগ্য ঘটনা বলতে প্রথম ইনিংসের পর ফের রান পেলেন ঋদ্ধিমান সাহা (৬৫)। দ্বিতীয় ইনিংসে রাজস্থানের ব্যাটিংটাও বেশ বোরিংই হল। তবে আজকের ম্যাচ আর